ডুমুরিয়ায় ভেজাল সার বিক্রিয় করায় হাতে নাতে ধরা, থানায় অভিযোগ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ  একমাত্র পরিবেশক মেসার্স কৃষি ভান্ডার তার মাল ডুমুরিয়ার সার ব্যাবসায়ী মিজানুর অবৈধ ভাবে ভেজাল সার বিক্রির করায় থানায় ‌অভিযোগ। বৃহস্পতিবার ২নমেম্বার দুপুরে ডুমুরিয়া বাজারে মিমপেক্স এগ্রো ক্যামিক্যাল লিঃ কোম্পানির নামীয় ভেজাল কীটনাশক বিক্রয় করার সময় হাতে নাতে ধরা পড়ে সার ব্যাবসায়ী মিজানুর রহমান গাজী (৫৭), পিতা- মৃত অছেক গাজী, শামীম গাজী (২০), তামিম গাজী (২৫), উভয় পিং- মিজানুর গাজী, সর্বসাৎ- সাহস, আজিজুর রহমান (৪০), পিতা- অজ্ঞাত, সাং- চুকনগর, সর্বথানা- ডুমুরিয়া, জেলা- খুলনাগণ সহ অজ্ঞাত আরো ৩-৪ জন মেসার্স কৃষি ভান্ডার, ডুমুরিয়া বাজার, খুলনা এর মালিক।

উল্লেখ্য যে, ডুমুরিয়া উপজেলাতে মিমপেক্স এগ্রো ক্যামিক্যাল লিঃ এর একমাত্র পরিবেশক। ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকাতে সুনামের সহিত অত্র কোম্পানির সকল পণ্য বিক্রয় করে ।

বিগত কিছুদিন যাবত একটি বিশ্বস্ত সুত্রের মারফত জানতে পারেন প্রতিষ্ঠান থেকে অবৈধ ভাবে আমার গৃহিত পরিবেশকের নামের ভেজাল পণ্য গোপনে বিক্রয় করে মানুষের সাথে প্রতারণা করে আসছে।

উক্ত মিমপেক্স এগ্রো ক্যামিক্যাল এর অফিসার কাজী মোহাইমেনুল ইসলাম (৩০) সহ আরো কয়েকজন ব্যক্তি অর ইংরেজি ০২/১১/২০২৩ তারিখ আনুমানিক দুপুর ২ টার সময় তার দোকানের সামনে গিয়ে দেখি তার মোটরসাইকেল থেকে উক্ত কোম্পানির ভেজাল কীটনাশক নামিয়ে গোপনে দোকানের ভিতর রাখার চেষ্টা করছিলো। সঙ্গে সঙ্গে ঘটনা বুঝতে দোকানের সামনে গিয়ে মোবাইল ফোন দিয়ে ছবি তুলতে গেলে অন্যান্যরা মারতে চড়াও হয়।

এব্যাপারে মেসার্স কৃষি ভান্ডারের মালিক মোঃ আজহারুল ইসলাম সরদার বলেন আমাদের পরিবেশক কোম্পানির নামীয় ভেজাল কীটনাশক বিক্রয় করছে সেই কথা জানতে চাইলে হাতে থাকা লোহার কোচা দিয়া আমাকে খুন করার উদ্দেশ্যে আমার মাথায় আঘাত করতে গেলে উক্ত আঘাত আমি বাম হাত দিয়ে ঠেকাইলে আমার বাম হাতের কবজির উপরে লেগে গুরুত্বর রক্তাত্ব কাটা জখম হয়। হাতে থাকা হাতুরী দিয়া আমার ডান হাতে আঘাত করে। এতে আমার হাতে লেগে মারাত্মক ফোলা জখম হয়। হাতে থাকা দরজা দেওয়া লাঠি দিয়া আমার সহকারী আলামিন-কে এলোপাতারি ভাবে আঘাত করে।

এতে তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়। তখন তাদের হাত থেকে আমাদের ঠেকাতে গেলে , কোম্পানির অফিসারকে এলোপাতারি ভাবে চড় ও ঘুষি মারে। তখন আমি আমার জীবন রক্ষাত্বে ডাক-চিৎকার দিলে কাজী মোহাইমেনুল ইসলাম (৩০), পিতা- কাজী মহিদুল ইসলাম, সাং- সৈয়দ মোহল্লা, থানা- ফকিরহাট, জেলা- বাগেরহাট, মাহামুদুল হাসান (৩৫), পিতা- ওহাব আলী শেখ, সাং- কোমলপুর, মোঃ আলামিন শেখ
(৩০), পিতা- আলতাপ শেখইব্রাহিম খলিল (৪৮), পিতা- লুৎফর রহমান বিশ্বাস, শরবেত শেখ (৪৭), পিতা- অজ্ঞাত, সাং- ডুমুরিয়া, সর্বথানা- ডুমুরিয়া, জেলা- খুলনা সহ আরো অনেকে এগিয়ে এসে সেই ভেজাল কীটনাশক সরবরাহকারী কে ধরতে গেলে সে ভেজাল কীটনাশক সহ সরবরহকারী মোটরসাইকেলটি রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তখন মোটরসাইকেলটি আমাদের হেফাজতে রেখে সহায়তা করে।

আমি সহ আমার সহকারীদের উদ্ধার করিয়া দ্রুত ডুমুরিয়া হাসপাতালে আমার প্রাথমিক চিকিৎসা শেষে আমার আত্মীয় স্বজন ও মিমপেক্স এগ্রো ক্যামিক্যাল লিঃ এর সহিত আলাপ আলোচনা করে থানায় অভিযোগ দাখিল করেছি।

এব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। পুলিশ জানায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।