সোমবার সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম , বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা এস এম আশরাফ হোসেন সমাজ সেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শাহাঙ্গীর আলম , সাবেক হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ আব্দুল খালেক, পরিংকর্মকর্তা বিনয় কৃষ্ণ ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন সুব্রত হালদারসহ আর অনেক উপস্হিত ছিলেন ।
বক্তব্য বক্তারা বলেন হিসাব রক্ষক বিভাগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি ১৫ আগস্ট ১৯৭৫সালে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ সকল শহিদদের এবং একই সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে নিহত বীর মুক্তিযোদ্ধাসহ সকল শহিদদের।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুরদর্শিতার ফসল হিসেবে ১৯৭৩ সালে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় প্রতিষ্ঠিত হয় এবং ১১ মে বাংলাদেশের প্রথম কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) নিযুক্ত করেন যা ছিল সামগ্রিক সরকারি আর্থিক ব্যবস্থাপনায় জনগণের স্বার্থ সুরক্ষিত করার অত্যন্ত গুরুত্বপূর্ন পদক্ষেপ।
চতুর্থ শিল্প বিপ্লবের প্রাক্কালে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ঘটিয়ে ডিজিটাল বাংলাদেশ আজ বিদ্যমান বাস্তবতা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও বলিষ্ঠ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর আমরা সকলে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছি। জাতির পিতার দেখানো পথ ধরে জনগণের সম্পদ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের কাছে সেবা পৌঁছে দিতে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় এবং এর আওতাধীন কার্যালয়সমূহ সংবিধান প্রদত্ত দায়িত্ব পালনে বদ্ধপরিকর।
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় এবং এর আওতাধীন কার্যালয়সমূহ তাদের উপর অর্পিত দায়িত্ব বিনয়, সৌজন্য, আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে পরিপালন এবং হিসাবরক্ষণ কার্যালয়সমূহকে একটি আধুনিক, ডিজিটাল এবং মানব কল্যাণমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলকে নিয়ে বর্তমান বাংলাদেশের মাননীয় কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল নূরুল ইসলাম স্যার কর্তৃক নানাবিধ গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ এবং তার সফল বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে।
এর মধ্যে অন্যতম হলো পেনশন সেবাসহ সরকারি সকল আর্থিক সেবায় দেশব্যাপী সকল হিসাবরক্ষণ কার্যালয়ে সেবা প্রদানে দ্রুততা, মানবিকতা, ন্যায্যতা ও আন্তরিকতা নিশ্চিত করার জন্য ওয়ানস্টপ সার্ভিস পরিচালনা করা হচ্ছে। শুধু তাই নয়, সন্মানীত সেবা গ্রহীতাগনের কাছ থেকে নিয়মিতভাবে অনলাইন সার্ভিস ফিডব্যাক নিয়ে টেলিফোনের মাধ্যমে সেবা প্রাপ্তির বিষয়টি ক্রসচেক করে নিশ্চিত করা হচ্ছে।
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ১৭ মার্চ ২০২১ এর মধ্যে শতভাগ সম্মানিত পেনশনারদের ইএফটির আওতায় আনয়ন এবং স্ব স্ব ব্যাংক একাউন্টে প্রতি মাসের প্রথম কর্মদিবসে পেনশনের অর্থ প্রেরণ করা হচ্ছে। সিএজি স্যার এর নেতৃত্বে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পেনশনারদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পেরে আমরা গর্বিত। হেল্প ডেস্কে ফোন কলের মাধ্যমে পেনশন সংক্রান্ত যাবতীয় সমস্যার তাৎক্ষণিক সমাধান এবং সিএএফও, পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট এর ওয়েবসাইট থেকে তাৎক্ষণিকভাবে পেনশন সংক্রান্ত তথ্য
পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সরাসরি ব্যাংক হিসাবে প্রদান করা হচ্ছে। • আরও একটি উল্লেখযোগ্য অগ্রগতি হলো- প্রায় ১১ লক্ষ কর্মকর্তা- কর্মচারীর সাধারণ ভবিষ্য
তহবিলের হিসাব সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা হয়েছে যার ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারী নিজেরাই তাদের GPF হিসাব অনলাইনে দেখতে পারেন এবং প্রয়োজনে প্রিন্ট আউট নিতে পারবেন ।
https://www.kaabait.com