• মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৭:০৫

ডুমুরিয়ায় আজগর আলী বিশ্বাস তারা’কে আটক করার গুঞ্জন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৪৬১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪
আজগর আলী বিশ্বাস তারা

খুলনা ডুমুরিয়া উপজেলা বহুল আলোচিত সরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি হত্যা মামলায় সন্দেহভাজন হিসাবে খুলনার প্রভাবশালী ভুমি ব্যবসায়ী আলি আজগর বিশ্বাস তারা’কে জেলা পুলিশ আটক করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

খুলনায় ডুমুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম রবি হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে জেলা আওয়ামী নেতা উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আজগর আলী তারা বিশ্বাসকে আটক করার গুঞ্জন উঠেছে। জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে আইনশৃঙখলা বাহিনীর দায়িত্বশীল কেউ নিশ্চিত করেননি।

সোমবার (০৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ডিবি তাকে আটক করে।

এর আগে রবিউলের স্ত্রী শায়লা ইরিন কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলার এজাহার অনুযায়ী বিশ্বাস প্রোপার্টির অফিস থেকে তাকে আটক করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com