• বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:০২
সর্বশেষ :
ডুমুরিয়ায় খেলাফত মজলিস’র উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত জামায়াত ক্ষমতায় আসলে সংবাদ কর্মীরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে সাতক্ষীরার সাবেক এসপি মঞ্জুরুল কবীর ও এমপি মোস্তফা লুৎফুল্লাহসহ ২২জনের নামে মা ম লা শ্যামনগরে জাল দলিলের খপ্পরে পড়ে অসহায় হতদরিদ্র নুরুন নাহার দিশেহারা আমার রাজনৈতিক ক্যারিয়ার ধং সের জন্য চ ক্রা ন্ত করা হচ্ছে- লিটন মহম্মদপুরে বিএনপির প্র তি বা দ সমাবেশ দেবহাটায় ছেলের সন্তানের জন্য সুবিচার প্রার্থনা শ্যামনগরে ভারতীয় পণ্যসহ অ বৈ ধ অনুপ্রবেশকারী আটক আগামীকাল থেকে শুরু হবে গোয়ালডাঙ্গা বেড়ী বাঁধ ভাঙ্গনের কাজ ডুমুরিয়ায় ধানের পোকামাকড় দমনে জনপ্রিয় আলোক ফাঁদ

তামিম-শরিফুলদের আধিপত্য শেষের দিকে

প্রতিনিধি: / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম মৌসুমের লিগ পর্বের খেলা শেষে ব্যাটে-বলে দাপট স্থানীয় ক্রিকেটারদের। সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় আধিপত্য তামিম ইকবাল, শরিফুল ইসলামদের। টুর্নামেন্টের ৪২ ম্যাচ শেষে সেরা দশ রান সংগ্রাহকের তালিকায় আট জনই বাংলাদেশি। যেখানে ১২ ইনিংসে ৩৯১ রান নিয়ে শীর্ষে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। ৩২.৫৮ গড়ে এই রান তুলেছেন তিনি। দ্বিতীয় অবস্থানে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহিদ হৃদয়। ১২ ইনিংসে ৩৮৩ রান করেন এই ডানহাতি-ব্যাটার। এরপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার তানজিদ হাসান আছেন ৩৮২ রান নিয়ে। চার ও পাঁচ নম্বরে আছে এলেক্স রস ও মুশফিকুর রহিম। দুর্দান্ত ঢাকার রস ৩৫২ ও বরিশালের মুশফিকের সংগ্রহ ৩১৩ রান। এই তালিকায় একমাত্র রস ছাড়া সবার রান বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে। বোলিং বিভাগে সেরা ১০ বোলারের নয় জনই স্থানীয় বোলার। দল বাদ পড়লেও ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে শীর্ষে ঢাকার বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে ১৭ উইকেট নেওয়া রংপুর রাইডার্সের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে। দলটির আরেক স্পিনার শেখ মেহেদী ১৫ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন। এই দুই বোলার এখনো অন্তত ২টি ম্যাচ পাবেন। চট্টগ্রামের বাঁহাতি পেসার বিলাল খান ১৪ উইকেট নিয়ে আছেন ঠিক তার পর। ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদ ১৩ উইকেট নিয়ে এখনো আছেন পাঁচ নম্বরে। ব্যক্তিগত অর্জনে শরিফুল এগিয়ে আছেন আরো এক জায়গায়। টুর্নামেন্টের এখন পর্যন্ত একমাত্র হ্যাটট্রিক তার দখলে। এবারের বিপিএলে সেরা বোলিং ফিগারটাও এক বাংলাদেশির। ১২ রানে ৫ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে রংপুরের বাঁহাতি পেসার আবু হায়দার রনি। ব্যাটিং বিভাগে যে ৩টি সেঞ্চুরি এসেছে, তার দুটিই দেশি ক্রিকেটারদের। তানজিদ ও তাওহিদের। ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটিও তানজিদের, খুলনা টাইগার্সের বিপক্ষে ১১৬ রান। সর্বোচ্চ চার ও সর্বোচ্চ ছয় মারার অর্জনেও সবাইকে ছাপিয়ে গেছেন বরিশালের তামিম ও কুমিল্লার তাওহিদ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com