• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:৪৬
সর্বশেষ :
শ্যামনগরে ড. মোঃ মনিরুজ্জামানের লিফলেট বিতরণ ও গণসংযোগ ইছামতী নদীর ভেড়িবাধে ভাঙ্গন পরিদর্শনে উপ-সচিব ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা না.গঞ্জে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ মহম্মদপুরে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত মাগুরায় চড়া পেঁয়াজের বাজার, এক সপ্তার ব্যবধানে একশ দশ বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে থাকা ২৪জন জেলেসহ মাছ ধরার ট্রলার উদ্ধার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট আশাশুনিতে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় খুলনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক

তালায় ভূমি অফিস স্থান্তরসহ বিভিন্ন দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১৩৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
তালায় বিভিন্ন দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন

সাতক্ষীরার তালায় সহকারি কমিশনার ভূমি অফিস স্থান্তর, টিআরএম চালু করে জলাবদ্ধতা দূরীকরন, তালাকে পৌরসভায় উন্নিত এবং সকল দূর্ণিতী বাজদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ ডিসেম্বর সকালে তালা উপজেলা নাগরিক কমিটি ও রূপালী মৎস‍্যজীবী সমবায় সমিতির আয়োজনে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও তালা প্রেসক্লাবের আহবায়ক এম এ হাকিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সদস‍্য মোঃ মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আলাউদ্দীন জোয়াদ্দার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা নাগরিক কমিটির সহসভাপতি ডা; জাকির হোসেন, সহ- সভাপতি রেজাউল ইসলাম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই, সমাজ সেবক গাজী সিরাজুল ইসলাম, নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ গাজী বক্তব‍্য রাখেন।

 

এসময় উপজেলা নাগরিক কমিটির অর্থ সম্পাদক সরদার আব্দুস সবুর, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সদস‍্য স্মিতা জাহান ডেইজী, শিরিনা সুলতানা, ইউপি সদস‍্য আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন, তালা থেকে পাটকেলঘাটার দুরত্ব ১১ কিলোমিটার রাস্তা অতিক্রম সহকারি কমিশনার ভূমি অফিসে যেতে হয়। যার ফলে ভুক্তভোগীদের হচ্ছে সময় ও অর্থ উভয় অপচয়। এছাড়াও জমিজমা সংক্রান্ত কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি কার্যালয় একই স্থানে হলে যেমনটি উপকৃত হবে সরকার। অন‍্যদিকে ভুক্তভোগীরাও উপকৃত হবে। অন‍্যদিকে টিআর এম চালু করে জলাবদ্ধতা দুর করতে হবে। তালাকে পৌরসভায় উন্নিত করা এসময় তালায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ করে তালাকে মডেল হিসাবে গড়ে তোলার জন‍্য বক্তারা সংশ্লিষ্ট দপ্তরের উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com