সাতক্ষীরার তালা সদরের আটারই গ্রামে আতিয়ার রহমানের নামে এক ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৫ জুন) বেলা সাড়ে ১২ টায় মধ্য আটারই প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হায়দার মোড়লের সভাপতিত্বে বক্তব্য রাখেন নুর ইসলাম, সাগর হোসেন, লিটন হোসেন, শাহিন হোসেন, ভুক্তভোগীর ছেলে তবিবুর রহমান ও স্ত্রী তাসলিমা বেগমসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, আতিয়ারের সাথে জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ওহাব আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া ব্যক্তিগত আক্রোশ থেকে পরিকল্পিত ভাবে মুনজিলা খাতুনের আড়াই বছরের শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে আতিয়ার রহমানের বিরুদ্ধে শুক্রবার (৩১ মে) তালা থানায় মামলা দায়ের করে। ওই রাতে তালা থানা পুলিশ আতিয়ার রহমানকে বাড়ী থেকে আটক করে।
বক্তরা আরো বলেন, আতিয়ার রহমান পেশায় ভ্যান চালক। অতি সাধারণ ভাবে গ্রামে জীবন যাপন করেন তিনি। লিসের জমিকে কেন্দ্র করে মামলার এক নম্বর সাক্ষী জিয়াউর রহমান দীর্ঘদিন যাবত আতিয়ারকে প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে আসছেন। তাছাড়া মামলার বাদী ও স্বাক্ষী ভুক্তভোগীর পরিবারের কাছে টাকা দাবি করছেন। আরো বলেছেন চাহিদা অনুযায়ী টাকা পেলে মামলা প্রত্যাহার করা হবে। সবশেষ ভ্যান চালক আতিয়ারে প্রতি ব্যক্তিগত আক্রোশ থেকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।
আতিয়ার রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার সুষ্ট তদন্ত ও প্রকৃত ঘটনা সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।