শৈশব আহম্মেদ সাগর দলনেতা ও তাপস সরকারকে উপ-দলনেতা মনোনীত করে তালা উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে আব্দুল্লাহ আল জোয়াবের প্রান্ত উপ-দলনেতা (২), সরদার ওয়াসিফ আহম্মেদ জিসান ও মনিরুল ইসলাম মনি প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ, তৈয়বুর রহমান ও জিয়াদ বিন এ আর প্রশিক্ষণ ও সহশিক্ষা, আশিক পাল ও শোয়েব আক্তার তামিম আইসিটি,মিডিয়া ও যোগাযোগ, শান্ত কুমার ও রাসিব আহমেদ সজল দুর্যোগ মানবিক ও সাড়াপ্রদান, সুরভী সাদিয়া লিমা ও আশিক ঘোষ স্বাস্থ্য ও সেবা, জহিরুল ইসলাম ও আল শাহরিয়ার মুজনাবীরকে তহবিল সংগ্রহ পদে মনোনীত করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্টে সাতক্ষীরা ইউনিট সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।