• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩২
সর্বশেষ :
তালায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মানা ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য অনুপ্রবেশ বিরোধী জনসচেতনতামূলক সভা বিশ্ব কীটনাশক মুক্ত দিবস উপলক্ষ্যে শ্যামনগরে মানববন্ধন তালায় পাঁচ মাস পর ক ব র থেকে এক নারীর লা শ উত্তোলন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের জরুরী বর্ধিত সভায় গঠনতন্ত্র বিষয়ে আলোচনা  চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রধান শিক্ষকরের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে সাতক্ষীরায় ৭০ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাটকেলঘাটায় ধান চাউল সংগ্রহের উদ্বোধন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নকিপুর বাজার পরিদর্শন  তালার তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আ ট ক

তৃপ্তি দিমরি নতুন মানুষ নিয়ে ব্যস্ত

প্রতিনিধি: / ১০১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

বিনোদন: গত বছর ‘অ্যানিম্যাল’ সিনেমা দিয়ে রীতিমতো তারকা বনে গেছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। এর আগে কালা, বুলবুলের মতো সিনেমা করলেও অ্যানিম্যালের সাফল্য তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রী তিনি। তবে ক্যামেরার সামনেই শুধু নয়, ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় রয়েছেন তৃপ্তি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, স্যাম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। যদিও নিজের সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি। তবে স¤প্রতি ফের একবার স্যাম মার্চেন্টের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন তৃপ্তি। গুঞ্জন রয়েছে, পরস্পরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তারা। ডেট করছেন নিয়মিত। চর্চিত এই জুটির ভিডিও বেশ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। বান্দ্রার একটি স্টোরের বাইরে ক্যামেরাবন্দি হন তৃপ্তি এবং স্যাম। যদিও পাপারাৎসিদের দেখে বাকি আর পাঁচটা দিনের মতোই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। এদিন অভিনেত্রীকে কালো টি-শার্ট এবং জিনস পরিহিত অবস্থায় দেখা গেছে। স্যাম পরেছেন গোলাপি টি-শার্ট এবং জিনস। স্যাম মার্চেন্ট পেশায় একজন ব্যবসায়ী। রেস্তোরাঁ আছে স্যামের। গোয়াতে ওয়েটার বিচ লাউঞ্জ ও গ্রিলেরও মালিক তিনি। বলিউড তারকাদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক স্যামের। তাঁকে ইনস্টাগ্রামে ফলো করেন দিশা পাটানি, টাইগার শ্রফের মতো তারকারা। গত বছর এক বিয়ের বাড়িতে একসঙ্গে দেখা গিয়েছিল তৃপ্তি এবং স্যামকে। সেখানেই একসঙ্গে সেলফি তুলেছেন। দুজনের ঘনিষ্ঠ ছবি নজর এড়ায়নি অনুরাগীদের। বিয়েবাড়ির একাধিক সেলফি তৃপ্তি শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে। স্যামের সঙ্গে পোশাকে টুইনিং করতে দেখা গিয়েছিল অ্যানিম্যাল অভিনেত্রীকে। সেই থেকেই দুজনকে ঘিরে গুঞ্জন আরো জোরালো হয়। এর আগে অবশ্য অভিনেত্রী আনুশকা শর্মার ভাই কর্ণেশ শর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। যদিও সেই সম্পর্ক ভেঙে গেছে বলেই শোনা যাচ্ছে। বেশ কয়েক বছর গোপনে প্রেম করেছেন তৃপ্তি-কর্ণেশ। ২০২৩ সালের শুরুতেই সম্পর্কের ঘোষণা দিলেও কিছুদিনের মধ্যেই সেই সম্পর্কে ভাঙনও দেখা যায়। ‘পারি’, ‘ফিলৌরি’, ‘বুলবুল’, ‘কালা’সহ একাধিক সিনেমার প্রযোজক কর্ণেশ শর্মা। মূলত ইন্ডাস্ট্রিতে তৃপ্তি দিমরির উত্থানে সবচেয়ে বড় হাত তাঁরই। তবে কর্ণেশের সঙ্গে তৃপ্তির সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ এখনো জানা যায়নি। এরই মধ্যে নতুন মানুষকে নিয়ে ব্যস্ত তৃপ্তি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com