• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯
সর্বশেষ :
দেবহাটায় জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা

দাবী আদায়ে মহম্মদপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বি’ক্ষো’ভ মি’ছি’ল ও সমাবেশ

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৭১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে মাগুরার মহম্মদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরির শিক্ষক-কর্মচারীরা।

 

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট মহম্মদপুর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যানার-প্লাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয় উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

 

উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে কাজী সালিমা হক মহিলা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশে অংশ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট-এর মহম্মদপুর উপজেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম ইউনুস আলী।

 

ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, বড়রিয়া এ ডাব্লিউ ফাজিল মাদরাসার অধ্যক্ষ শরিফ আক্তারুজ্জামান, মহম্মদপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, বসুর ধুলজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুর রহমান ও বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান প্রমূখ।

 

এ সময় বক্তারা আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতী চলবে বলেও জানান। তবে সকল শিক্ষক-কর্মচারীদের প্রতিষ্ঠানে অবস্থান করার জন্য বলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com