আন্তর্জাতিক: তাইওয়ান কোস্ট গার্ডের তাড়া খেয়ে দুই চীনা জেলে সাগরে ডুবে নিহত হয়েছেন। তাইওয়ানের উত্তরের কিনমেন দ্বীপপুঞ্জের কাছে তাইওয়ানের কোস্ট গার্ড ওই চীনা জেলেদের নৌকা তাড়া করেছিল। ঘটনাটি ঘটে স্থানীয় সময় বুধবার। এ বিষয়ে তাইওয়ানের রাজধানী তাইপেই জানিয়েছে, গত বুধবার মাছ ধরার নৌকাটি তাইওয়ানের জলসীমায় অনুপ্রবেশ করেছিল। নৌকাটিতে মোট চারজন জেলে ছিলেন। নৌকাটিতে তল্লাশি চালাতে চাইলে তারা বাধা দেয় এবং পালানোর চেষ্টা করে। তখন তাইওয়ানের কোস্ট গার্ড তাড়া করলে নৌকাটি ডুবে যায়। চীনা নৌকায় থাকা চারজনের মধ্যে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করা হয় বলে কোস্ট গার্ড জানিয়েছে। তারা আরো জানিয়েছে, ‘অন্য দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং আরো তদন্তের জন্য কিনমেনে নিয়ে আসা হয়েছে।’ বেইজিং এই ঘটনার কঠোর নিন্দা করে বলেছে, ‘তাইওয়ান উভয় পাশের দেশবাসীদের অনুভ‚তিতে গুরুতর আঘাত করেছে।’ কিনমেন এলাকাটি চীনের দক্ষিণ-পূর্ব উপক‚ল থেকে মাত্র ৩ কিমি (১.৮৬ মাইল) দূরে অবস্থিত। চীন তাইওয়ানকে দেশের অংশ হিসেবে দাবি করে। সা¤প্রতিক বছরগুলোতে কিনমেন বাসিন্দারা এর আশপাশে চীনা ড্রেজিং জাহাজের উপস্থিতি দেখেছেন বলে জানিয়েছেন। এলাকাটিতে মোট জনসংখ্যা প্রায় এক লাখ ৮০ হাজার। যেটি তাইওয়ানের প্রধান দ্বীপ থেকে ১৮৭ কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। তাইওয়ান জানুয়ারিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করেছে, যাকে বেইজিং বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে। চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয় তাইওয়ানের কর্তৃপক্ষকে ঘটনার তদন্ত করতে এবং নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার আহŸান জানিয়েছে। অফিসের একজন মুখপাত্র ঝু ফেংলিয়ান তাইওয়ানের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, ‘চীনা মাছ ধরার জাহাজ জোরপূর্বক জব্দ করার চেষ্টা করা হয়েছে এবং চীনা জেলেদের ধরতে হিংসাত্মক ও বিপজ্জনক পদ্ধতি অবলম্বন করা করেছে।’ তিনি আরো বলেন, ‘বেইজিং বিশ্বাস করে, তাইওয়ান প্রণালীর উভয় পাশের স¤প্রদায়গুলো একই পরিবারের অংশ।’ তিনি বলেন, ‘উভয় পক্ষের জেলেদের স্বাভাবিক কাজকর্ম সহজ করার জন্য তারা কাজ করছেন।’ সূত্র : বিবিসি
https://www.kaabait.com