কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
/ ৭২
দেখেছেন:
পাবলিশ:
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
শেয়ার করুন
জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন
দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী অফিস শুভ উদ্বোধন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর শনিবার বিকাল সাড়ে . ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাওলানা আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় সুরা সদস্য হাফেজ মুক্তি মাওলানা রবিউল বাশার।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম, জেলার অন্যতম সদস্য এম আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামাতের নায়েবী আমীর মহিউদ্দীন মাহমুদ, সখিপুর আলিম মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল মাওলানা শামসুল আরিফ, উপজেলা সেক্রেটারী মাওলানা এইচ এম ইমদাদুল হক, সাবেক পারুলিয়া ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, সাবেক নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আনারুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন আমীর আবু ইউসুফ, সখিপুর ইউনিয়ন সেক্রেটারী আফসার আলী, নওয়াপাড়া ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, দেবহাটা ইউনিয়ন আমীর আবুল হোসেন, উপজেলা ইউনিট সদস্য মাসুম খান চৌধুরী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।