• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৪:২৮
সর্বশেষ :
শ্যামনগরে ড. মোঃ মনিরুজ্জামানের লিফলেট বিতরণ ও গণসংযোগ ইছামতী নদীর ভেড়িবাধে ভাঙ্গন পরিদর্শনে উপ-সচিব ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা না.গঞ্জে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ মহম্মদপুরে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত মাগুরায় চড়া পেঁয়াজের বাজার, এক সপ্তার ব্যবধানে একশ দশ বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে থাকা ২৪জন জেলেসহ মাছ ধরার ট্রলার উদ্ধার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট আশাশুনিতে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় খুলনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক

দেবহাটার ২টি ইউনিয়নে বিএনপির কাউন্সিল সম্পন্ন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৩৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

উৎসবমুখর আমেজে দেবহাটা উপজেলার কুলিয়া ও সখিপুর ইউনিয়নে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বেছে নিতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ওয়ার্ড কাউন্সিলররা দুপুর ৩টা থেকে বিরামহীনভাবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কুলিয়া ইউনিয়নে বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও সখিপুর ফাজিল মাদ্রাসায় সুন্দর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

প্রার্থীদের প্রচারণা ছিল দৃষ্টি নন্দন চোখে পড়ার মতন। যা নির্বাচনের মাধ্যমে অনুকূল পরিবেশ ফিরে পেয়েছে।

 

এছাড়া সাধারণ মানুষের মাঝে ছিল উৎসাহ ও আনন্দমুখর। নির্বাচনে কুলিয়া ইউনিয়নে সভাপতি হিসেবে হামীদুল হক শামীম, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন নির্বাচিত হয়েছেন।

 

এছাড়া সখিপুর ইউনিয়নে সভাপতি হিসেবে সাবেক ছাত্রনেতা এবাদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল হোসেন বকুল ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

 

এসময় ফলাফল ঘোষনা অনুষ্ঠানে ও নির্বাচনের সার্বিক দিক মনিটরিং করেন প্রধান অতিথি বিএনপির জেলা শাখার আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, জেলা শাখার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জাতীয়তাবাদী দলের সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও দেবহাটা উপজেলা শাখার সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা শাখার সদস্য ও দেবহাটার সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ভোট কেন্দ্রে পর্যবেক্ষণ করেন।

 

কেন্দ্রের নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুম বিল্লাহ শাহিন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com