• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫
সর্বশেষ :
দেবহাটায় জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা

দেবহাটায় ইউএনওর ছিন্নমূল মানুষদেরকে কম্বল বিতরন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১২৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষদেরকে শীতবস্ত্র বিতরন করেছেন। শুক্রবার ১৭ডিসেম্বর রাত ৯টার পরে ইউএনও মোঃ আসাদুজ্জামান উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তার পাশে হতদরিদ্র ছিন্নমূল মানুষদেরকে এই শীতবস্ত্র বিতরন করেন।

 

উপজেলার বিভিন্ন এলাকার শতাধিকের বেশি অসহায় ছিন্নমূল মানুষদেরকে শীতবস্ত্র বিতরনকালে ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান, বর্তমানে প্রচন্ড ঠান্ডার মধ্যে অসহায় ছিন্নমূল হতদরিদ্র মানুষগুলো শীতে কষ্ট পাচ্ছে। এই সময়ে তাদের পাশে দাড়ানো সকলের উচিত। যাতে আমরা সবাই মিলে এই মানুষদের পাশে থাকতে পারি সেজন্য তিনি সকলকে আহবান জানান। ইউএনও সমাজের সকল বিত্তবান মানুষদের অসহায় দুঃখী মানুষের সাহাযার্থে এগিয়ে আসার আহবান জানান। অসহায় মানুষগুলো শীতের মধ্যে ইউএনওকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

 

ইউএনও মোঃ আসাদুজ্জামান ভাতশালা ও কোমরপুর এলাকায় রাতে ঘুরে ঘুরে এই কম্বল বিতরন করেন। ইতিপূর্বে তিনি বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, নদীর বেড়িবাঁধে বসবাস করা মানুষসহ বিভিন্ন অসহায় মানুষদেরকে কম্বল বিতরন করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com