• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:৩৩
সর্বশেষ :
শ্যামনগরে ড. মোঃ মনিরুজ্জামানের লিফলেট বিতরণ ও গণসংযোগ ইছামতী নদীর ভেড়িবাধে ভাঙ্গন পরিদর্শনে উপ-সচিব ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা না.গঞ্জে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ মহম্মদপুরে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত মাগুরায় চড়া পেঁয়াজের বাজার, এক সপ্তার ব্যবধানে একশ দশ বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে থাকা ২৪জন জেলেসহ মাছ ধরার ট্রলার উদ্ধার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট আশাশুনিতে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় খুলনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক

দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের রাইট টু গ্রো প্রকল্পের নীতি সংলাপ অনুষ্ঠিত

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৭২৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
রাইট টু গ্রো প্রকল্পের নীতি সংলাপ

দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের রাইট টু গ্রো প্রকল্পের আয়োজনে নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

 

প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার এবং দেবহাটা উপজেলার অর্ন্তগত ৫টি ইউনিয়নের সাধারন জনগনের মধ্যে নেটওয়ার্কিং স্থাপন ও সহযোগীতা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যান ব্যানার্জি, ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি বেলাল হোসেন, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জগন্ময় বিশ্বাস, পারুলিয়া ইউপি সচিব প্রবীর হাজারি, সমাজসেবক ও ব্যবসায়ী সাফায়েত হোসেন বাচ্চু, ট্রেইনিং এন্ড কেপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায় প্রমুখ।

 

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাইট টু গ্রো প্রজেক্টের এ্যাডভোকেসি এন্ড জেন্ডার অফিসার উজ্জ্বল পল ও এমএন্ডই অফিসার বিলকিস আরা চৌধুরী।

 

নীতি সংলাপে প্রধান অতিথি স্থানীয় সরকারের প্রতিনিধিদের ৫ বছরের নীচে শিশুদের পুষ্টি উন্নয়নে বাজেট বরাদ্দ ও ব্যয় নির্ধারন, কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিসেবা উন্নতকরন, বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতকরন ও শতভাগ স্যানিটেশনের সাথে সাথে নারীর ক্ষমতায়নের প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে দেবহাটার সুশীল সমাজের সংগঠন (সিএসও) এবং সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) গ্রুপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com