দেবহাটা থানা পুলিশের অভিযানে ১০০ (একশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা এবং ২০ (পিচ) ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দেবহাটা থানা পৃথক ২টি মামলা দায়ের করেছে।
জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনায় ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলীর নেতৃত্বে এসআই তন্ময় সাহা, এসআই শরিফুল ইসলাম ও এএসআই রফিকুল ইসলাম ইং-১৮/০১/২০২৫ তারিখ দুপুর ৩টার দিক দেবহাটা থানাধীন ০২ নং পারুলিয়া ইউপির মাঝ পারুলিয়া এলাকায় ও একই তারিখ বিকালে কুলিয়া ইউনিয়নের বহেরা শাহাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করাকালে আসামী মাঝ পারুলিয়া গ্রামের মৃত নিমাই দাসের ছেলে রামদাসকে ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা এবং আসামী বহেরা শাহাজীপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মজিবুর রহমানকে ২০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
এবিষয়ে এসআই তন্ময় সাহা ও এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় ৭ ও ৮ নং মামলা দায়ের করেছেন।
উক্ত আসামীদেরকে ইং-১৯.০১.২০২৫ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। দেবহাটা থানার ওসি হযরত আলী মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে বলেন, যারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবী এদের কোন ছাড় দেয়া হবেনা। কারন এরা দেশ ও জাতির শত্রু।
https://www.kaabait.com