দেবহাটায় মোহনা টিভির জন্মদিন জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপিত
কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
/ ৬৬
দেখেছেন:
পাবলিশ:
সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
শেয়ার করুন
মোহনা টিভির জন্মদিন উদযাপিত
সাতক্ষীরার দেবহাটায় জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মোহনা টিভির ১৫ বছরে পদার্পন অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।
মোহনা টিভির দেবহাটা প্রতিনিধি আর.কে.বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম ফারুক বাবু, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক এমদাদুল হক, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিসুর রহমান, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে কেক কেটে মোহনা টিভির জন্মদিন আড়ম্বরভাবে উদযাপন করা হয়।