বাংলাদেশের অন্তবর্তী কালীন সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ শ্যামনগরে পূজা মন্ডপ ও মন্দির পরিদর্শন কালে বলেন নতুন বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির। ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার না করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা জেলা এ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল- তিনি আরও বলেন, ইতিপুর্বে বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী সরকার সাম্প্রদায়িক বিভাজনকে উসকে দিয়ে মানুষকে শোষন করেছে। নুতন বাংলাদেশে সেই সুযোগ দেয়া হবে না- জানিয়ে তিনি আরও বলেন ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করে ধর্মীয় বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ যেন কেউ না পায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
শনিবার বেলা ১১টায় শ্যামনগর পৌরসভার নকিপুর জমিদারবাড়ি সার্বজনীন রাজবংশী দুর্গাপুজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আসিফের কবর জিয়ারত করে সাতক্ষীরার দেবহাটা থেকে শ্যামনগরে পৌছান তিনি। এসময় উপস্থিত সনাতন ধর্মালম্বীরা উল ধ্বনি দেয়ার পাশাপাশি শাখ বাঁজিয়ে ও ফুল ছিটিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদকে বরণ করে নেন।
বাংলাদেশ সরকারের তরুন এ উপদেষ্টা আরও বলেন নির্বিঘে ও আনন্দঘন পরিবেশে এবারের দুর্গাউৎসব উদযাপন সকলের জন্য চ্যালেঞ্জ ছিল। তবে রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ প্রশাসন ও দেশের শান্তিকামী জনতার সম্মিলিত প্রচেষ্টায় সেটা সফল হয়েছে। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরবর্তীতে বেলা ১২টার সময় মাননীয় উপদেষ্টা শ্যামনগরের ঈশরীপুরস্থ শ্রী শ্রী যশোরেশরী কালী মন্দির পরিদর্শনে যান এবং মন্দির কতৃপক্ষসহ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ, উপজেলা পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে কথা বলেন। এসময় সদ্য চুরি হওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া উপহার দেবী কালির মাথার স্বর্ণের মুকুটের বিষয়ে খোঁজ খবর নেন। এসময় তিনি উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে দ্রত সময়ের মধ্যে চুরির রহস্য উদঘাটনসহ মুকুট উদ্ধারের নির্দেশ দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হাসান, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের আহবায়ক বিষ্ণুপদ মন্ডল, পুজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, শ্যামনগর উপজেলার বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলার আমির মাওঃ আব্দুর রহমান, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাস, সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, ওসি(তদন্ত) ফকির তাইজুর রহমান প্রমুখ।
https://www.kaabait.com