• শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১১:৫৪
সর্বশেষ :
অসুস্থ হয়েও মঞ্চে বসেই বক্তব্য দিলেন জামায়াত আমির সাতক্ষীরায় বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি আওতায় মৌন মিছিল শহীদ আসিফের ১ম শাহাদাত বার্ষিকীতে কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ শহীদ আসিফের কবর জিয়ারত করলেন দেবহাটা উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ জুলাই-আগস্টে শহীদদের স্মরণে মহম্মদপুরে বিএনপির মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ ডোমরার বিলে কচুরিপানায় বন্ধ খরস্রোতা খাল, পানির সংকটে লক লক্ষ মানুষ ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের যৌথ অভিযান: নেট-পাটা ও জাল উচ্ছেদে কঠোর পদক্ষেপ কাদা-পানিতে চলাচলে ভোগান্তি, বিদ্যালয়ে যাওয়া কষ্টসাধ্য দেবহাটায় অসহায় গৃহহীনদেরকে ইউএনওর টিন ও চেক বিতরন দেবহাটায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে অচল জনজীবন, নিম্নাঞ্চল প্লাবিত

নেপথ্যে কারা পুনমের মৃত্যুর খবর প্রকাশের ?

প্রতিনিধি: / ২৩৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: গত শুক্রবার সবাইকে অবাক করে দিয়ে পুনম পান্ডের ইনস্টাগ্রাম থেকে ঘোষণা দেয়া হয়েছিল তিনি মারা গেছেন কিন্তু একদিন পরই পুনম জানান তিনি বেঁচে আছেন। তার এসব কর্মকাÐে নেট দুনিয়া তোলপাড় হয়ে গেছে। তবে কী তৃতীয় কোনো পক্ষ জড়িয়ে আছে এই ঘটনায়?
ভারতের বিতর্কিত অভিনেত্রীর এমন কর্মকাÐে নিন্দা জানিয়েছেন অনেকেই। তিনি তার ভিডিওবার্তায় জানান, জরায়ু মুখের ক্যানসারের সচেতনতা বাড়াতে এমনটা করেছেন। এদিকে মৃত্যুর ভুয়া খবর ছড়ানোর জন্য মুম্বাই পুলিশের কাছে দাবি জানান মহারাষ্ট্রের বিধায়ক সত্যজিৎ তাম্বে। তার মতে, মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পুনম যা করেছেন তা শাস্তিযোগ্য অপরাধ। আবার একদল এ ঘটনার জন্য দায়ী করেছেন পুনমের ‘পাবলিক রিলেশন’ (পিআর) টিমকে। তবে শেষ মুহূর্তে বেরিয়ে এলো একটি প্রতিষ্ঠানের নাম। সোশ্যাল মিডিয়ায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়ছে। ‘স্কব্যাং’ নামে এক প্রতিষ্ঠান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পুনমের জরায়ু ক্যানসার নিয়ে মিথ্যা খবরের সঙ্গে জড়িয়ে রয়েছে তারা। রয়েছে ‘হটারফ্লাই’ নামে আরও একটি সংস্থার নাম। নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনাও করা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।’ পোস্টে আরও লেখা হয়, ‘এই ঘটনা যাদের আঘাত দিয়েছে, তাদের সকলের কাছে আমরা ক্ষমা চাইছি। আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল জরায়ু মুখের ক্যানসার নিয়ে সকলকে সচেতন করা। পোস্টে তারা ২০২২ সালের ভয়াবহতা বোঝান। সেই বছর ভারতে মোট ১,২৩,৯০৭ জন নারী জরায়ু মুখের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে মারা যান ৭৭,৩৪৮ জন। প্রতিষ্ঠানটি আরও জানায়, পুনমের মা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তাই পুনম ক্যানসার নিরাময় এবং প্রতিরোধ নিয়ে ভীষণ সচেতন। ভ্যাকসিনের মাধ্যমে যে জরায়ু মুখের ক্যানসার নিরাময় সম্ভব, তাও জানায় প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি আরও বলে, ‘স¤প্রতি কেন্দ্রিয় অর্থমন্ত্রী আলোচনার একপর্যায়ে জরায়ু মুখের ক্যানসারের প্রসঙ্গ তুলেছিলেন তখন তা নিয়ে এত হইচই হয়নি। পুনমের মৃত্যুর খবর ছড়ানোর পর থেকেই এই রোগ নিয়ে হঠাৎ আলোচনা বহুগুণ বেড়ে যায়।’ ইন্টরনেটেও এ মুহূর্তে সবচেয়ে বেশি ‘সার্চ’ করা হয়েছে জরায়ু মুখের ক্যানসার নিয়ে। এমনটাই দাবি করেছে প্রতিষ্ঠানটি। পুনম আরও একটি ভিডিওতে বলেন, চার মাস আগে থেকে তিনি এ ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার সহকারীরা এর জন্য দায়ী নয়। ২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পুনম পাÐে। ভোজপুরি, কানাড়া ইন্ডাস্ট্রিতেও করেছেন কাজ। তবে সাহসী, খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই সবার নজরে চলে আসেন।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com