• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫
সর্বশেষ :
দেবহাটায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালনে প্রস্তুতি সভা শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক স্বপদে পুনর্বহল খুলনায় ৯ বছরের শিশুকে ধ র্ষণের চেষ্টাকারীকে মারধোর করে পুলিশে সোপর্দ ককটেল বোমা ও অস্ত্রসহ বিস্ফোরক মামলার আসামি মুরাদকে গ্রেফতার করেছে র‍্যাব আশাশুনিতে ৭ ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস পালন দেবহাটায় জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ

পরাজিত শক্তির অপকৌশল রুখে দিয়ে শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব পালিত

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ১৯৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব পালিত

জাতীয়তাবাদী দল, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বর্তমান সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি’র অসংখ্য নেতাকর্মী সতর্ক অবস্থানে থেকে মন্দির পাহারা দিয়েছে। ফলে শারদীয় দূর্গাপূজাকে ঘিরে পরাজিত শক্তির অপকৌশল রুখে দিয়েছে জনগণ। ফলে সারাদেশের প্রতিটি পূজা মন্ডুপে নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা পালিত হয়েছে।

 

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রোববার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ ঘটিকায় মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের হাটবাড়ীয়া গ্রামে নিজ বাড়ীতে দূর্গাপূজা শেষে দশমির দিন এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মালম্বীদের শরিদীয় শুভেচ্ছা জানান।    তিনি আরো বলেন, মাগুরা-১ এর দায়িত্বে ছিলেন মনোয়ার হোসেন খাঁন এবং মাগুরা-২ এর দায়িত্ব পালন করেছে এ্যাড. মিথুন রায় চৌধুরী। তাদের নেতৃত্বে এবং জনগণের সহযোগিতায় কোন বিশৃঙ্খলা করতে পারেনি পরাজিত শক্তি। তাই মাগুরা জেলায় প্রায় ৬শ পূজামন্ডুপে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে শারদীয় দূর্গাপূজা উৎসব।

 

বিএনপির নেতৃত্বে আগামীতে এই সম্প্রীতি বজায় থাকবে বলের সংবাদ সম্মেলনে জানান- বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী।

 

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সাবেক সদস্য ও মাগুরা-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশি মনোয়ার হোসেন খাঁন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, এ্যাড. মিথুন রায় চৌধুরী, সদর উপজেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম এবং সাধারণ সম্পাদক গেলাম জাহিদ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com