পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্কাউটস এর পক্ষ থেকে পাইকগাছা সরকারি কলেজ মাঠে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে “স্মার্ট স্কাউটিং স্মার্ট সিটিজেন” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক রহিমা আক্তার শম্পা, গ্রুপ সভাপতি অঞ্জলী রানী শীল, স্কাউটস লিডার প্রদীপ শীল, কমিশনার আশুতোষ কুমার মন্ডল, সহকারী কমিশনার রত্নেশ^র সরকার, ইউনিট লিডার ফাতেমা খাতুন ও শিক্ষক আব্দুল ওহাব প্রমুখ ।