পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে “স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম।উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি ওবাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, উপজেলা প্রকৌশলী শাফিন সোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।