• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:০২
সর্বশেষ :
দেবহাটায় জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা

পাটকেলঘাটায় মাদক ও বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
পাটকেলঘাটায় ইমামদের সাথে আলোচনা সভা

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি তালা উপজেলা পাটকেলঘাটা শাখার উদ্যোগে বৈষম্য ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১৫ ডিসেম্বর রবিবার সকাল দশটায় পাটকেলঘাটা বাজার জামে মসজিদের দ্বিতলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ইমাম সমিতি পাটকেলঘাটা থানা শাখার সভাপতি মাওলানা এস ,এম রেজাউল করিমএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, তালা সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার ( এ,এস,পি) মোঃ হাসানুর রহমান।

 

সম্মানিত অতিথি হিসেবে আলোচনা রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, তালা কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানা অফিসার ইন চার্জ ( ওসি ) মোঃ মঈন উদ্দিন, জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদ, জেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম।

 

এ ছাড়া আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. তৈয়েবুর রহমান, মাওলানা সাইফুদ্দিন, মাওলানা গোলাম মোস্তফা,মাওলানা মাইনুদ্দিন বোখারী, মাওলানা আব্দুল হাই সিদ্দিকী প্রমুখ। এ সময় তালা উপজেলার ৬টি ইউনিয়নের মোট ১১৫ জন বিভিন্ন মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন।

 

বক্তাগন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকা অনস্বীকার্য । সম্মানিত ইমামরা যদি আন্তরিকতার সাথে তাদের আলোচনায়,কুরআন-হাদিসের উদ্ধৃতি দিয়ে বক্তব্য দেন, তাহলে আস্তে আস্তে সমাজের উন্নয়ন সম্ভব। ঘুনে ধরা এই সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যমুক্ত ,করতে ইমামদের বলিষ্ঠ ভূমিকা পালন করার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com