• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:০৭
সর্বশেষ :
মণিরামপুরে ছোটস্ত্রীকে জ বা ই করে হ ত্যার অভিযোগ দেবহাটার সখিপুরে তুচ্ছ ঘটনায় ভাই ও তার স্ত্রী পুত্রের মারপিটে জ খ ম, হাসপাতালে ভর্তি খুমেক হাসপাতালে সাংবাদিককে মারধরের অ ভি যো গ শ্যামনগরে জনবসতি এলাকায় আগুনে শুকানো হচ্ছে কাচামাছ,শ্বাসকষ্টসহ মহা মা রীর আশাংকা মির্জাপুরে গরু বোঝাই আলমসাধু উল্টে চালক নি হ ত, আ হ ত ভাতিজা পাটকেলঘাটায় ব্যোরো মৌসুমে ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন ডুমুরিয়ায় শোলমারি সুইসগেট ও ভরাট নদী পরিদর্শনে খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ঘা ত ক পরিবহন কেড়ে নিল মা ছেলে প্রাণ ডুমুরিয়ায় মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং রিডিং সহকারী শ্যামলীর বিরুদ্ধে অসৎ আচরণ অনিয়ম ও দু র্নী তির অভি যো গ

পাটকেলঘাটা প্রেস ক্লাবের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি / ৯২১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক ইয়াছীন আলী সরদার।

 

সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। ২৪ আগস্ট শনিবার বিকেলে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সম্পাদক আব্দুল মোমিন এর আহবানে ,সভাপতি শেখ জহুরুল হকের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের কমিটির বিলুপ্ত ঘোষণা করে আব্দুল মোমিনকে সভাপতি (দৈনিক ভোরের ডাক) ও ইয়াছীন আলী সরদার কে সাধারণ সম্পাদক (দৈনিক নয়া দিগন্ত) করে ১৭জন কার্যকরীসহ ৩৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নজমুল হক খান( দৈনিক সংগ্রাম) সহ-সভাপতি নাজমুল হক (দৈনিক জন্মভূমি), যুগ্ম সাধারণ সম্পাদক, শাহিন আলম (দৈনিক পত্রদূত), সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল (দৈনিক আজকের তথ্য), অর্থ সম্পাদক আতাউর রহমান (সাতক্ষীরার সকাল), দপ্তর সম্পাদক খাইরুল আলম সবুজ (দৈনিক সুপ্রভাত), ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আলমগীর হোসেন (দৈনিক মানবাধিকার), প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনি (দৈনিক সাতঘরিয়া) সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক খান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com