আন্তর্জাতিক: ইরানের দক্ষিণপূর্ব অঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় গুলি করে ১২ জনকে হত্যা করেছে এক ব্যক্তি। শনিবার হত্যার শিকার সবাই হত্যাকারীর আত্মীয়। ইরানে কয়েক দশকের মধ্যে এটিই ভয়াবহ হত্যা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি এ খবর জানিয়েছে। কেরমান প্রদেশের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম হামিদি আধাসরকারি বার্তা সংস্থা আইএসএনএকে বলেন, পারিবারিক বিরোধের কারণে বাবা, ভাই ও অন্যান্য আত্মীয়দের ওপর গুলি চালায় বন্দুকধারী। হত্যাকারীর পরিচয় প্রকাশ না করে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেছে হত্যাকারী। প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে মাঝে মধ্যেই এমন ঘটনার খবর পাওয়া যায়। তবে এই হত্যাকাÐ বিগত কয়েক দশকের রেকর্ড ভেঙ্গেছে। জানা গেছে, ২০২২ সালে দেশটির পশ্চিমে তিনজনকে গুলি করে হত্যা করে এক ব্যক্তি। সেই ঘটনায় পাঁচজন আহত হন। তারপর সেই বন্দুকধারী আত্মহত্যা করে। ২০১৬ সালে ইরানের দক্ষিণে এক এলাকায় ১০ জন আত্মীয়কে গুলি করে হত্যা করে ২৬ বছর বয়সী একজন ব্যক্তি।
https://www.kaabait.com