• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬
সর্বশেষ :
পাইকগাছয় প্রায় সাড়ে চার লাখ মানুষের সেবা দিচ্ছেন মাত্র ৪জন চিকিৎসক সরিষার ভালো ফলনের সম্ভাবনা ডুমুরিয়ায় নগরঘাটায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা আশাশুনিতে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা কুমিরায় রাস্তার উপর থেকে সরকারী গাছ কাটার সময় আটক ১, ভ্রাম্যমান আাদালতে মামলা শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৭টি পদে মনোনয়ন ফরম তুললেন যারা  ডুমুরিয়ায় খেলাপি ঋণ আদায় ও বিতরণ বিষয়ক মতবিনিময় মণিরামপুরে বিরাট রাজার ধনপোতা ঢিবির দ্বিতীয় পর্যায়ে খননের উদ্বোধন আশাশুনির চাপড়ায় মূল নদীর উপর দিয়ে নদী খননের দাবীতে মানববন্ধন ১০দিনের ব্যবধানে একই ঘেরে বিদ্যুৎ স্পৃষ্টে ২পাহারাদারের মৃত্যু

বাগেরহাটে পুলিশের উপর বোমা হামলা, জেএমবির ৮ সদস্যের সাজা

প্রতিনিধি: / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

সৈয়দ শওকত হোসেন,,বাগেরহাট: বাগেরহাটে পুলিশের উপর বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমব’র ৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আতিকুস সামাদ আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। আদালতের রায়ে জেএমবি’র ৪ সদস্যকে ৩ বছর, তিন সদস্যকে ২ বছর করে এবং একজনকে ১ বছরের কারাদন্ড ও একজন বাদে সকলকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আদালতের রায়ে সাজাপ্রাপ্তরা হলেন, মোঃ আকাশ বাবু, মোঃ হাবিবুল্লাহ, মোঃ কবিরুল ফরাজী, মিজাননুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, মোঃ কামসুদুর রহমান, মোঃ মোরশেদ আলম ও মোঃ সাইফুল ইসলাম। এদের সকলের বাড়ী বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়। রায় শেষে সাজাপ্রাপ্তদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ অক্টোবর বাগেরহাটের কচুয়া উপজেলার খলিসাখালী গ্রামের একটি বাড়িতে জেএমবি’র সদস্যরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ঘরের মধ্য থেকে পুলিশের উপর বোমা নিক্ষেপ করে জেএমবি’র সদস্যরা। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে এবং বাকী ৪ জনকে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আটক করা হয়। দীর্ঘ ৮ বছর ধরে পর আদালত এ রায় ঘোষনা করে। এসময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ শহীদুজ্জামান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com