আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাগেরহাট থেকে আওয়ামী লীগের
মনোনয়ন পেয়েছেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শাখাওয়াত
আলী দারু’র সহধর্মিনী ফরিদা আক্তার বানু (লুসী)। বুধবার
বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন থেকে প্রার্থীদের নাম
ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে দুপুর ১২টায়
বাংলাদেশ আওমীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে
আওয়ামীলীগের সংসদীয় বোর্ডের মনোনয়ন সভায় অংশ নেন। সভা শেষে সংরক্ষিত
নারী আসনে বাগেরহাট থেকে ফরিদা আক্তার বানু (লুসী) সহ সারাদেশে ৪৮ জন এর
নাম ঘোষনা করা হয়। দলীয় মনোনয়ন পাওয়া ফরিদা আক্তার বানু জেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি এবং একজন বিশিষ্ট সমাজ উন্নয়ন কর্মী। এদিকে সংরক্ষিত নারী
আসনে বাগেরহাটে থেকে ফরিদা আক্তার বানু দলীয় মনোনয়ন পাওয়ায় জেলা
আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ
মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
উল্লেখ্য, মীর শাখাওয়াত আলী দারু বাগেরহাট থেকে ১৯৭০,১৯৭৩ ও ১৯৯৬ সালে
তিনবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। বর্ণাঢ্য এই রাজনিতিবীদ তার
দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদ সদস্য থাকাকলীন বাগেরহাটে স্কুল, কলেজ ,
মাদ্রসা ও রাস্তাঘাটসহ জেলার ব্যাপক উন্নয়ন করেছেন। ব্যক্তি জীবনে তিনি
ছিলেন স্বদালাপি ও মিশুক মনের মানুষ। এ কারনে আওয়ামীলীগের নেতাকর্মীসহ
বাগেরহাটের সাধারন মানুষের মাঝে তিনি ছিলেন ব্যাপক জনপ্রিয়। দীর্ঘদিন
বার্ধক্যজনিত কারনে তিনি অসুস্থ। বর্তমানে তার সহধর্মিনী ফরিদা আক্তার
বানু জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।##
https://www.kaabait.com