• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:১৫

বিধবা ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালার খসড়া অনুমোদন

প্রতিনিধি: / ১১৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, ২০২৪ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। প্রধানমন্ত্রী ৯৮-৯৯ সালে এটি শুরু করেছিলেন। প্রতিমাসে ৫৫০ টাকা করে দেওয়া হয়। ২৫ লাখ ৭৫ হাজার জনকে ভাতা দেওয়া হচ্ছে। আগে ছিল বার্ষিক ব্যক্তিগত আয় ১২ হাজার টাকার নিচে। এখন তা ১৫ হাজার টাকা হতে হবে। মোবাইলের মাধ্যমে (এমএফএস) এ ভাতা দেওয়া হবে। কেউ ভাতা পেতে চাইলে তাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে বাছাই করে ভাতা দেওয়া হবে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com