বিষাদে পরিনত হলো আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের বিয়ে বাড়ি। বৌভাতের দিন বাড়িতে আগত অতিথিদের জন্য বাজারে দই আনতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না নতুন বর সাজেদুর রহমানের। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে আত্রাই টু বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয় সাজেদুর রহমানসহ ৩জন।
স্থানীয়রা দ্রুত আহতের উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ আহত সাজেদুর রহমান (২৪) কে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত মিশন কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। নিহত সাজেদুর রহমান আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের আজাদুলের একমাত্র পুত্র।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় গতকাল সাজেদুরের বিবাহ সম্পন্ন হয় আজ তাদের বাড়িতে চলছিলো বৌভাতের প্রস্তুতি। সদা হাস্যউজ্জল সদালাপী সাজেদুর রহমানের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মেহেদীর রং না শুকাতেই স্বামীকে হারিয়ে পাগল প্রায় নববধূ।