বিয়ের প্রতিশ্রুতিতে অভিনেত্রীকে ধ*র্ষণ!

অনলাইন ডেস্কঃ সাধারণত যারা অভিনয় করেন তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করে। যদিও মাঝে মাঝে সেটা তিক্ততায় রূপ নেয়। তবে সেটি এমন কোনো বড় পর্যায়ে যায় না যে, থানায় যেতে হয়। এবার তেমন ঘটনাই ঘটল ভোজপুরি সিনেমায়। সহ-অভিনেতা পুনীত সিং রাজপুতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন অভিনেত্রী প্রিয়াংশু সিং।

ভারতীয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পুনীতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রিয়াংশু। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, পুনীত তাকে বিকৃতমনস্ক কাজ করতে বাধ্য করেছিলেন। ভোজপুরি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াংশু দাবি করেন, পুনীত তাকে প্রায়ই জোর করতেন। বিয়ের প্রতিশ্রুতি তিয়ে শারীরিক সম্পর্ক করেন।

জানা যায়, পুনীতের সঙ্গে প্রিয়াংশুর আলাপ হয় সামাজিক মাধ্যমে। প্রথমদিকে শান্ত-ভদ্র প্রকৃতির ছিলেন তিনি। তবে একটা সময় তার ব্যবহার পরিবর্তন হয়ে যায়। প্রিয়াংশু আরও অভিযোগ করেন, একদিন মদ্যপ অবস্থায় অপ্রীতিকর কাজ করেছিলেন পুনীত। সেজন্য পরে তিনি ক্ষমাও চেয়েছিলেন তার কাছে।

কিন্তু ঘটনা সেখানেই থেমে থাকেনি। প্রিয়াংশুর অমতে জোরপূর্বক তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন পুনীত। নিজের প্রতি এই অন্যায়ের বিচার পেতে বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হন তিনি।

SHARE