মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। ‘সচেতন-স্বীকৃতি-মূল্যায়ন শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টার দিকে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক।
প্রতিপাদ্য বিষয়সহ অটিজমদের জীবন মান উন্নোয়নে করনীয় বিষয়ে আলোচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী খান ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জী।
https://www.kaabait.com