• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৭
সর্বশেষ :
তালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবীতে সাংবাদিক সম্মেলন ডুমুরিয়ায় খামারী প্রশিক্ষণ তালার সমকাল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ কালিগঞ্জে ব্রাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচীর সমাপনী সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরবরাহ বেশি থাকায় কমেছে টমেটোর দাম আশাশুনিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের আমানত হিসাব খোলার ক্যাম্পেইন আধুনিক প্রযুক্তিতে মাছ চাষের প্রদর্শণী বিষয়ক কর্মশালা সাংবাদিকদের জন্য সচেতনতা মূলক পোস্ট দেবহাটায় ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন নিরাপদ সড়কের জন্য দুই রাজনৈতিক নেতার প্রতিশ্রুতি নিলেন ইলিয়াস কাঞ্চন

মণিরামপুরে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি / ৬১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
মণিরামপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মণিরামপুরে সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোববার সকাল ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

 

জানা যায়, উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের কোনাকোলা বাজারে বিগত ২০২২ সালে দুই শতক সরকারি জমি দখল করে ৬টি পাঁকা স্থাপনা (দোকান) নির্মাণ করা হয়।

 

অভিযোগ রয়েছে স্থানীয় মৃত রেজাউল করিমের ছেলে রিফাত ও তার পরিবারের লোকজন দূর্বাডাঙ্গা ইউনিয়ন
ছাত্রলীগের আহŸায়ক আবু সাঈদের নেতৃত্বে ওই জমি দখল করেন। দখলের পর সেখানে ছয়টি দোকান নির্মাণ করে বিভিন্ন ব্যক্তির কাছে ভাড়া দেওয়া হয়। সরকারি জমি দখলের সময় স্থানীয়রা বাধা দিলে রিফাতের ভাড়াটিয়া সন্ত্রাসীরা ওই সময় তাদের ওপর হামলা চালিয়ে মারপিট করে। এ ঘটনায় তৎকালিন সময়ে অভিযোগ করা হলেও অৎানা কারণে প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।

 

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোঃ নিয়াজ মাখদুম জানান, উপজেলার কোনা কোলা মৌজার-০১ নং খতিয়ানের ২৫৩ নং দাগে কাঁচা রাস্তা শ্রেণির প্রায় ২ শতাংশ দীর্ঘদিনের অবৈধ দখল করে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেয়াসহ ব্যবসা করে আসছিল। উপজেলা ব্যাপি চলমাণ অবৈধ দখল মুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে নির্মিত অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দেয়াসহ উদ্ধারকৃত জায়গায় লাল পতাকা ও সাইনবোর্ড দিয়ে সীমানা চিহ্নিত করে দেয়া হয়।

 

উদ্ধারকাজে ফায়ার সার্ভিস, বিদ্যুৎ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা প্রদান করে। এসময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com