• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:১৩
সর্বশেষ :
জাতীয় নাগরিক পাটি সকল চাঁ দা বাজদের রুখে দেবে : নাহিদ ইসলাম ডুমুরিয়ায় মোহাম্মদ আলি আসগার লবি স্লূইচ গেট পরিদর্শন করলেন কোনো দূর্নীতি-চাঁ দা বাজের রক্ষা হবে না, মহম্মদপুরে- নিতাই রায় চৌধুরী  অসহায়দের মাঝে ভ্যান ও টিনসহ অনুদান প্রদান করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মে রে হ ত্যা : গ্রেপ্তার ৪ সততা ও নিষ্ঠার সাথে থানা এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বদা স্বচেষ্ট-ওসি হাফিজুর রহমান সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় এসআই’র মৃ ত্যু মহম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  দেবহাটা উপজেলা জাতীয় পুষ্টি কমিটির মাসিক সভা ও সমাপনী আশাশুনি যাত্রীবাহী বাস খাদে, আহত-১৪

মাশরাফির ৫ উইকেট প্রিমিয়ার লিগে

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

স্পোর্টস: ধীর গতিতে কয়েক কদম দৌড়ে জেন্টল মিডিয়াম পেস। তাতেই সফল মাশরাফি বিন মুর্তজা। আউটসুইং করালেন আগের মতোই। সঙ্গে প্রায় নিখুঁত লাইন-লেংথ। তাতে কুপোকাত গাজী গ্রুপ ক্রিকেটার্সের একের পর এক ব্যাটসম্যান। ঢাকা লিগে প্রথম ম্যাচ খেলতে নেমেই ৫ উইকেট নিলেন অভিজ্ঞ পেসার। সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে প্রথম পাঁচ ম্যাচ খেলার পর টুর্নামেন্ট থেকে বিরতি নেন মাশরাফি। পরে ঢাকা প্রিমিয়ার লিগেও লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি ৪০ বছর বয়সী ক্রিকেটার। বিকেএসপির ৩ নম্বর মাঠে বৃহস্পতিবার চতুর্থ রাউন্ডে নেমে টানা ৮ ওভারের স্পেলে ১৯ রানে ৫ উইকেট শিকার করেন মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার অষ্টম ৫ উইকেট এটি। বাংলাদেশের বোলারদের মধ্যে মাশরাফির চেয়ে বেশি ৫ উইকেট আছে কেবল আব্দুর রাজ্জাকের (৯টি)। দলের পঞ্চম বোলার হিসেবে একাদশ ওভারে আক্রমণে আসেন মাশরাফি। ততক্ষণে দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন প্রিতম কুমার ও আনিসুল ইসলাম। পঞ্চম বলে জুটি ভাঙেন মাশরাফি। অফ স্টাম্পের ওপর পিচ করে হালকা থেমে আসা ডেলিভারিতে ফিরতি ক্যাচ দেন প্রিতম। নিজের চতুর্থ ওভারে মাশরাফি নেন ২ উইকেট। হালকা বেরিয়ে যাওয়া ডেলিভারিতে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন সাব্বির হোসেন শিকদার। তিন বারের চেষ্টায় ক্যাচ নেন কিপার ইমরানউজ্জামান। এক বল পর লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন ফয়সাল আহমেদ। মাশরাফির পরের ওভারে উড়িয়ে মারার চেষ্টায় ডিপ কভারে ধরা পড়েন মইন খান। পরে শর্ট বলে পুল করে মিড উইকেটে ক্যাচ দেন মাহফুজুর রহমান রাব্বি। পূর্ণ হয় তার ৫ উইকেট। এরপর আরও এক ওভারে করেন মাশরাফি। তবে সাফল্য পাননি এতে। টানা ৮ ওভার করার পর বোলিং থেকে সরানো হয় তাকে। পরে আর ফেরেননি আক্রমণে। মাশরাফির এমন বোলিংয়ের দিন বেশি দূর যেতে পারেনি গাজী গ্রæপ। টানা তিন জয়ে এই ম্যাচ খেলতে আসা দল ইনিংসের ৮৭ বল বাকি থাকতে গুটিয়ে গেছে ১৩৬ রানে। আব্দুল হালিম নেন ২ উইকেট। গাজী গ্রæপের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন আনিসুল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com