• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:৩৬
সর্বশেষ :
দেবহাটায় ছেলের সন্তানের জন্য সুবিচার প্রার্থনা শ্যামনগরে ভারতীয় পণ্যসহ অ বৈ ধ অনুপ্রবেশকারী আটক আগামীকাল থেকে শুরু হবে গোয়ালডাঙ্গা বেড়ী বাঁধ ভাঙ্গনের কাজ ডুমুরিয়ায় ধানের পোকামাকড় দমনে জনপ্রিয় আলোক ফাঁদ সুন্দরবনের গাছের ডাল থেকে এক বয়স্ক নারীকে উদ্ধার করেছে জেলেরা না.গঞ্জে বাংলাদেশ রাইটার্স ক্লাব এর সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল পাটকেলঘাটায় শিশু ধ র্ষ ণ চেষ্টার অভিযোগ বৃদ্ধ’র বিরুদ্ধে, থানায় মা ম লা আশাশুনি গোয়ালডাঙ্গা বেড়ী বাঁধ ভাঙ্গন স্থান পরিদর্শনে কর্মকর্তাবৃন্দ দেবহাটার চিংড়ি ক্লাস্টার চাষিদের ডুমুরিয়ায় অভিজ্ঞতা বিনিময় সফর শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঁচ সফল প্রতিবন্ধী নারীকে সম্মাননা প্রদান

মেসি কলোরাডোর বিপক্ষে মাঠে ফিরতে পারেন

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: হ্যামস্ট্রিং ইনজুরিতে প্রায় এক মাস মাঠের বাইরে লিওনেল মেসি। সব কিছু ঠিক থাকলে শনিবার মাঠে ফিরতে পারেন তিনি। এদিন মেজর লিগ সকারে কলোরাডো র‌্যাপিডসকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি। মেসি সেই মার্চের ১৩ তারিখের পর খেলার মধ্যে নেই। সেদিন চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের বিপক্ষে ৫০ মিনিট খেলে চোট নিয়ে মাঠ ছেড়ে গেছেন। তার পর খেলার সুযোগ হয়নি আন্তর্জাতিক বিরতিতেও। বুধবার চ্যাম্পিয়ন্স কাপে মেক্সিকান পাওয়ার মন্টেরেরি বিপক্ষে খেলার জন্য বিবেচিত করা হয়েছিল তাকে। কিন্তু ম্যাচটাতে মেসি খেলতে নামেননি। সেই ম্যাচ ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। তার পর মায়ামি শুক্রবার নিশ্চিত করেছে যে, মেসি শনিবার মেজর লিগ সকারে কলোরাডোর বিপক্ষে ফিরতে পারেন। ক্লাব কর্তৃক প্রকাশিত স্কোয়াডে মেসির নামটি রাখা হয়েছে। সেখানে এই কথাটিও লেখা, ‘সে ফিরেছে…।’ নাম থাকলেও এখন দেখার বিষয় ম্যাচটায় মেসি কোন ভ‚মিকায় খেলতে নামবেন। ইন্টার মায়ামির সহকারী কোচ জাভি মোরালেস এর আগে জানিয়েছেন, মেসি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, ‘প্রতিদিনই সে আরও ভালো অবস্থায় ফিরছে। এখন আমরা দেখবো সে আজ কেমন বোধ করে। তার পর শনিবার তাকে নিয়ে সিদ্ধান্ত নেবো।’ মোরালেস জানিয়েছেন, শনিবারের ম্যাচটায় অবশ্যই প্রাধান্য দিবেন তারা। তবে বুধবার মন্টেরেরির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগটা তাদের মাথায় বেশি করে থাকবে, ‘আমরা প্রথমে দেখবো মেসি অনুশীলনে কেমন করে। যদি ভালো করে তাহলে নিশ্চিত টাটা তাকে শনিবারের জন্য বিবেচনায় নিবেন। সেটা হোক ১০, ১৫ অথবা ৪৫ মিনিট। আমরা তাকে মাঠে পেতে চাইবো।’

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com