নিজস্ব প্রতিবেদক বাগেরহাট : মোংলা বন্দরে জাহাজে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনের নিচে শ্রমিকদের ঈদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এদিন ৩১৫০ জন শ্রমিকদের মাঝে চাল, ডাল, চিনি, আলু, লবন, সেমাই ও দুধ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম কিবরিয়া হক, মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বন্দর ব্যবহারকারী সৈয়দ জাহিদ হোসেন, এস এম মোস্তাক মিঠু, শেখ আব্দুস সালাম, মোঃ মহাসিন, আফছার উদ্দিন রতন, ও মশউর রহমান।
এসময় বন্দর ব্যবহারকারী সৈয়দ জাহিদ হোসেন ও এস এম মোস্তাক মিঠু বলেন, মোংলা বন্দরের শ্রমিক -কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে যাতে ভাল করে ঈদ উদযাপন করতে পারে সে জন্য তাদের পক্ষ থেকে সামন্য উপহার। মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশন সবসময় শ্রমিকদের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে বলেও জানান তারা।