মোরেলগঞ্জ প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জের আমুরবুনিয়া গ্রামে অনুপ্রানিত হয়ে হিন্দুধর্ম ত্যাগ করে একমাত্র মিসশু সন্তকানকে নিয়ে ইসলাম গ্রহন করেছেন স্বামী-স্ত্রী। আলোচিত এ ঘটনাটি ঘটেছে নিশানবাড়িয়া ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামের হিন্দু পাড়ায়। এ খবরটি পেয়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নও মুসলিম পরিবারের মাঝে মঙ্গলবার সকালে একটি সেলাই মেশিন তুলে দিয়েছেন নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
নও মুসলিম আবু বকর জানায়, গত ১৪ সে খুলনা নোটারী পাবলিকের মাধ্যমে এ্যাফিডেভিট করে আইনগতভাবে ইসলাম ধর্ম গ্রহন করেছেন।
তিনি সম্পূর্ণ স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, কারো প্ররোচনা বা চাপ ছাড়াই নিজ ইচ্ছায় স্বাধীনতভাবে ইসলাম গ্রহজন করে মুসলিম হয়েছে। হিন্দু ধর্ম ত্যাগ করে স্বামী-স্ত্রীর ইসলাম গ্রহন পদ্মনাথ থেকে আবু বকর, বৃষ্টি থেকে আমেনা।
https://www.kaabait.com