মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকের বাজার খ্যাত ‘বয়রাতলা’ এলাকায় অভিযান চালিয়েছে থানা পুলিশ। অভিযানে মাদকের ডিলার মালা বেগম(৩৫) ও তার স্বামী সুমন শেখ(৪২) আটক হয়েছে। তাদের নিকট থেকে পুলিশ ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। শনিবার বেলা ১টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন পুলিশের একটি বড় বহর নিয়ে আকস্মিকভাবে বয়রাকতলায় মাদক বিক্রেতাদের আখড়ায় অভিযান চালান।
এ বিষয়ে থানার ওসি বলেন, পেশাদার কিছু মাদক বিক্রেতা বয়রাতলা এলাকায় নিয়মিত কেনাবেচার আসর জমায় এমন সংবাদের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালানো হয়। এতে মালা বেগম ও তার কথিত স্বামী সুমন শেখ গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
আটক মালা বেগমের বিরুদ্ধে মাদক আইনে মোরেলগঞ্জ থানায় ১১টি ও সুমনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে বলে থানার সেকেন্ড অফিসার এসআই মিঠুন খান জানিয়েছেন।
https://www.kaabait.com