![](https://bbcsatkhira.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মেজবাহ ফাহাদ -মোরেলগঞ্জ: স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি` এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্পসারিত ভবনে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা ত্রিদিপ সরকার,উপজেলা একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ,মোরেলগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির উদ্যোগে ১৯৬২ সালের ১৫ মার্চ মার্কিন কংগ্রেসে ক্রেতা-ভোক্তার স্বার্থে চারটি অধিকার স্বীকৃতি পায়। মার্কিন কংগ্রেসে ক্রেতা-ভোক্তা আন্দোলনের আনুষ্ঠানিক স্বীকৃতির ঐতিহাসিক দিনটি স্মরণে প্রতি বছরের ১৫ মার্চ বাংলাদেশে উদযাপিত হয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস।