• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:০৯
সর্বশেষ :
তালায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রতি পূজা মন্ডপের অনুকুলে সরকারী সহায়তা প্রদান দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ২ সদস্যকে বহিষ্কারের বিষয়ে ব্যাখ্যা শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরা পৌর বিএনপির মতবিনিময় সভা  ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করলেন নওগাঁ জেলা প্রশাসন বগুড়ায় ইউনিয়ন আ’লীগ নেতা গ্রেপ্তার ডুমুরিয়ায় জলাবদ্ধতায় মাছ চাষিদের কোটি কোটি টাকার ক্ষতি চরাঞ্চলে পতিত জমিতে মিষ্টিকুমড়া চাষে ব্যস্ত সময় করছেন কৃষকরা শ্যামনগরে দশম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  ডুমুরিয়ায় সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন দেবহাটায় ইউএনওর বিভিন্ন মন্দির পরিদর্শন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা 

 মোরেলগঞ্জে ৬ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সাবেক ছাত্রলীগ নেতা, নিরাপত্তাহীনতায় বিদ্যালয়

প্রতিনিধি: / ১১৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী ইমরুল হোসেন খান কয়েক মাস ধরে নিখোঁজ রয়েছেন।  বিদ্যালয়ে তার হাজিরা নেই টানা ৬ মাস। এলাকায়ও কারো সাথে দেখা নেই। এ অবস্থায় ৮৭ নং বহরবুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির পরিস্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা ব্যহত হচ্ছে।

ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরুল হোসেন ২০১৪ সালে বিদ্যালয়টিতে দপ্তরী কাম নৈশপ্রহরী পদে নিয়োগ পান। এর পর থেকে নিজের খেয়াল খুশি মতই চলে তার চাকুরি ও হাজিরা। রাজনৈতিক প্রভাব ও বিদ্যালয়ের সভাপতির আত্মীয় হবার কারনে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা ইমরুলকে কখনোই নিয়ম নীতির আওতায় আনতে পারেননি বলে অভিযোগ রয়েছে। বিদ্যালয়ে তিনি সর্বশেষ স্বাক্ষর করেছেন ২০২৩ সালে ৭ আগষ্ট। এরপর থেকে তিনি বিনা অনুমতিতে আজ অবধি(২৩ ফেব্রুয়ারি) অনুপস্থিত বলে প্রধান শিক্ষক জানিয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল মামুন বলেন, দপ্তরী কাম নৈশপ্রহরী ইমরুল হোসেন ছুটির আবেদন ছাড়াই ৬ মাসের অধীক সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত। সে কোথায় আছে জানা নেই। বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের লিখিতভাবে অবহিত করেন, তার বেতন বন্ধ রাখা হয়েছে।

ইমরুল হোসেনের সাথে যোগাগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় অনেকে বলছেন তিনি সৌদি আরবে অবস্থান করছেন। তবে তার ভাই মো. ইমরান খান ও স্ত্রী সোনালী আক্তার বলেন, ইমরুল অসুস্থতার কারনে ঢাকায় আছে। তার সাথে কোন যোগাযোগ নেই। ফোনও বন্ধ।

উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান বলেন, বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারটির শৃংখলা ও নিরাপত্তার স্বার্থে নৈশপ্রহরী ইমরুল হোসেন খানের অনুপস্থিতির বিষয়ে শীঘ্রই বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com