• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:০২
সর্বশেষ :
দেবহাটায় ছেলের সন্তানের জন্য সুবিচার প্রার্থনা শ্যামনগরে ভারতীয় পণ্যসহ অ বৈ ধ অনুপ্রবেশকারী আটক আগামীকাল থেকে শুরু হবে গোয়ালডাঙ্গা বেড়ী বাঁধ ভাঙ্গনের কাজ ডুমুরিয়ায় ধানের পোকামাকড় দমনে জনপ্রিয় আলোক ফাঁদ সুন্দরবনের গাছের ডাল থেকে এক বয়স্ক নারীকে উদ্ধার করেছে জেলেরা না.গঞ্জে বাংলাদেশ রাইটার্স ক্লাব এর সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল পাটকেলঘাটায় শিশু ধ র্ষ ণ চেষ্টার অভিযোগ বৃদ্ধ’র বিরুদ্ধে, থানায় মা ম লা আশাশুনি গোয়ালডাঙ্গা বেড়ী বাঁধ ভাঙ্গন স্থান পরিদর্শনে কর্মকর্তাবৃন্দ দেবহাটার চিংড়ি ক্লাস্টার চাষিদের ডুমুরিয়ায় অভিজ্ঞতা বিনিময় সফর শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঁচ সফল প্রতিবন্ধী নারীকে সম্মাননা প্রদান

মোরেলগঞ্জে ৭ বছর আগে পোল ভেঙে গেলেও আর নির্মান হয় নি, দুর্ভোগে ৮ গ্রামের মানুষ

প্রতিনিধি: / ২২০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

মেজবাহ ফাহাদ -মোরেলগঞ্জ

সাঁকোটি অনুমানিক ৩৫ ফুট দীর্ঘ  পথচারী চলার সময় সেটি দোলে, থরথর করে কাঁপে।বাগেরহাটের মোরেলগঞ্জের ১২ নং জিউধারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বরইতলা খালের পোল ভেঙে হয়ে গেছে সাকো,৫ বছরেও কোন  সংস্কার হয় নি, অনেক স্থানে বাঁশ-খুঁটি পঁচে নষ্ট হয়ে গেছে।

ভগ্নপ্রায় সাঁকোটির ওপর দিয়ে অতি কষ্টে ও সাবধানতা অবলম্বন করে পারাপার হন লোকজন। অনেকে সাইকেল মাথার ওপর তুলে এক হাত দিয়ে বাঁশ ধরে পার হন।

এমন দৃশ্য দেখা যায় উপজেলার জিউধারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঠাকুরতলা-বরইতলা গ্রামের মধ্যবর্তী একটি খালে। এই গ্রামের ৬০ ভাগ মানুষ সংখ্যালঘু,৮ বছর আগে একটি পোল ছিল এই খালটিতে।

প্রাচীন এই খালটির ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে লক্ষীখালী,সাধুর বাজার সহ ওই এলাকার পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে।

স্হানীয় অনেক নারী,পুরুষ  ওই এলাকার সিদ্দিকুর রহমান নামের সাবেক এক ইউপি সদস্যের বাড়ির পুকুর থেকে কলসি কাধে বিশুদ্ধ  খাবার পানি নিয়ে ঝুঁকিপুর্ন এই সাকো পার হন।

বর্ষা এলে শুরু হয় চরম দুর্ভোগ। ঝড়বৃষ্টিতে বিপজ্জনক হয়ে ওঠে সাঁকো পারাপার। ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের।

ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে  যাতায়াত, মৎস্য ঘেরে খাবার পৌঁছানো, মাছ ও কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হয় প্রতিনিয়ত।

স্থানীয়রা জানায়, এলাকাবাসীর উদ্যোগে নির্মিত বাঁশের এ সাঁকো দিয়ে ওই খাল পারাপার হন পথচারীরা। সাঁকোটি ক্ষতিগ্রস্ত হলে চাঁদা তুলে নিজেদের উদ্যোগে এর সংস্কার ও পুনর্নির্মাণ করে আসছেন স্থানীয়রা।

শিক্ষার্থীদের,এই সাঁকো পার হয়ে এই ইউনিয়নের  ৯৫ নং বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,তালিমুনন্নেছা দাখিল মাদ্রাসা,দক্ষিন বাংলা কলেজ সহ  কয়েকটি শিক্ষা প্রতিস্টানে যেতে হয়। মাঝে মাঝে  শিক্ষার্থীরা পানিতে পড়ে যায়।

স্থানীয় কয়েকজন জানান, এই খালের ওপর ব্রিজ/কালভার্ট নির্মাণের দাবি দীর্ঘদিনের।তারা এটা বাস্তবায়ন চান।

৮ নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘ওই স্থানে পোল না থাকায় দীর্ঘদিন ধরে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।এখানে একটা ব্রীজ বা কালভার্ট খুব জরুরী।

জিউধারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, এই পোলটি নির্মাণের জন্য কতৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে আবেদন করা হবে।

স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের  উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম  বলেন,আমরা এখনো এই পোল নির্মানের জন্য স্হানীয়ভাবে কোন আবেদন পাই নি,তবে খোজ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পোলটি নির্মানে বরাদ্দ সাপক্ষে প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com