বিনোদন: বছর জুড়ে টিভি নাটকে তুমুল ব্যস্ত মোশাররফ করিম। ওটিটির রাজ্যে তিনি ওসি হারুন কিংবা মোবাররক উকিল নামে খ্যাত! জানুয়ারিতে ‘হুব্বা’ নামে কলকাতার একটি সিনেমায় অভিনয় করছিলেন মোশাররফ। যেটি দুই বাংলা জুড়ে মুক্তি পেয়েছিল। সেখানে হুগলী জেলার ভয়ঙ্কর মাফিয়া হুব্বা শ্যামল হয়েছিলেন ভার্সেটাইল এই অভিনেতা। আসন্ন ঈদে আবার মোশাররফের আরেক ছবি ‘চক্কর ৩০২’ মুক্তির অপেক্ষায়। এবার জানা গেল মোশাররফের নতুন আরো একটি সিনেমার খবর। কদিন আগে ঘোষণা দেয়া হয়, আবু হায়াত মাহমুদের প্রথম ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ (আমি কালা)। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে কে থাকছেন, তা নিশ্চিত করা হয়নি। এবার জানা গেল, সেই ছবিতে অন্ধকার জগতের মাফিয়া হিসেবে থাকবেন মোশাররফ করিম। পশ্চিমবঙ্গের পর এবার তাকে দেখা যাবে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড মাফিয়া হিসেবে! যদিও এই সিনেমাটিতে মোশাররফের সঙ্গে লিখিত চুক্তি হয়নি, তবে মৌখিকভাবে সিনেমাটি করবেন বলে পরিচালককে জানান মোশাররফ করিম। পরিচালকের ঘনিষ্ঠসূত্রে এমনটাই জানা গেছে। এই অভিনেতার থাকার বিষয়টি ঘোষণা দেয়ার জন্য আরও সময় নিতে চান পরিচালক আবু হায়াত মাহমুদ। নব্বই দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে বহু কুখ্যাত নাম! তাদের কেউ বিদেশ পাড়ি দিয়েছেন, কেউ আবার ক্রস ফায়ারে নিহত হয়েছেন! ঢাকার সেই ভয়ঙ্কর অধ্যায়ের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমা, যার ট্যাগ লাইন হচ্ছে ‘আমি কালা’। পরিচালক আগেই জানান, ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ (আমি কালা) তৎকালীন সত্য ঘটনায় অনুপ্রাণিত হয়ে নির্মাণের উদ্যোগ নেয়া। এটি মূলত ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প। অপরাধীদের ভয়ঙ্কর জীবনের পাশাপাশি তুলে ধরা হবে প্রেম ভালোবাসা ইমোশন। আগামী মে-মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা আছে। পরিচালকের কথা, যেহেতু এটি আমার প্রথম সিনেমা, তাই বড় বাজেটের কাজ হবে এটি। আড়াই’শ নাটক নির্মাণের অভিজ্ঞতা প্রথম সিনেমায় কাজে লাগাতে চাই। অন্যান্য চরিত্রে আরো থাকবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, সংগীতশিল্পী প্রীতম আহমেদ।
https://www.kaabait.com