স্পোর্টস: গত শনিবার দিনের শেষ ম্যাচে কৃত্রিম আলোতে মোহামেডান স্পোর্টিং ৫-১ গোলে পুলিশ এফসিকে হারিয়ে ক্লাব কাপ হকিতে দারুণ সূচনা করে। পুলিশের বিদায়ে সাদা কালোদের পাশাপাশি মেরিনার্সও শেষ চার নিশ্চিত করেছে। ম্যাচটি খেলার আগে বিদেশের তিন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে মোহামেডান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ‘এ’ গ্রæপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে মোহামেডান। শেষ ম্যাচে মোহামেডান ও মেরিনার্স নামবে গ্রæপসেরার লড়াইয়ে। এই ম্যাচের আগে তিন বিদেশিকে দলে টেনেছে মোহামেডান। নিউজিল্যান্ড জাতীয় দলের ডিফেন্ডার চারি উলরিখ, অস্ট্রেলিয়ার মিডফিল্ডার রিচমন্ড কনর ও নেদারল্যান্ডসের স্ট্রাইকার মেন্নেস স্টিজন যোগ দিয়েছেন ঐতিহ্যবাহী ক্লাবে। মেরিনার্সের বিপক্ষেই অভিষেক হতে যাচ্ছে তাদের।
https://www.kaabait.com