• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৭
সর্বশেষ :
সেনাবাহিনীর ‘মিডনাইট অপারেশন’: অস্ত্র-গুলিসহ আটক-১ মুসলিমা খাতুন: গৃহিণী থেকে স্বাবলম্বী মাছচাষি ধানমন্ডি ৩২ ঘিরে রেখেছেন সেনাসদস্যরা, যান চলাচল এখনো বন্ধ শেখ হাসিনার রায় নিয়ে বিবৃতি দিলো ভারত শ্যামনগর আবাদ চন্ডিপুর খোসালখালী মৎস্যজীবী সমিতির অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভিক্ষুকের টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু তফসিল ঘোষণার আগে দেশে না এলে ভোটার হতে পারবেন না তারেক রহমান আশাশুনিতে নাশকতা ঠেকাতে উপজেলাব্যাপী পুলিশের বিশেষ মহড়া আশাশুনিতে আধা-নিবিড় পদ্ধতিতে মাছ চাষের ভদ্রকান্ত সরকারের সফলতার গল্প ঢাকায় বড় পর্দায় সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার রায়

যশোরে প্রেমিকের হাতে প্রেমিকা খু ন, শেষ রক্ষা হলনা প্রেমিকের

অনলাইন ডেস্ক / ৪৮২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
খাদিজা ওরফে মিতু

যশোরে প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে শেষ রক্ষা হয়নি ঘাতক প্রেমিকের। যশোর পুলিশের হাতে আটক হয়েছে ঘাতক প্রেমিক মৃন্ময় ভদ্র ওরফে নিলয় ( ৩০)। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দামোদরকাটি গ্রামের মদন কুমার ভদ্রের ছেলে। এর আগে মৃন্ময় ভদ্র ওরফে নিলয় যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে বসবাস করতেন।

যশোর ডিবি পুলিশ অভিযানে প্রেমিককে আটক করেছে। আজ বুধবার সকালে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাওড়ের পাশ থেকে প্রেমিকা মিতুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। প্রেমিকা খাদিজা ওরফে মিতু সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া এলাকার মেয়ে বলে একটি নির্ভর সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে শাড়ি পড়া এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরবর্তিতে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ডিবির এসআই খান মাইদুল ইসলাম রাজীব জানান, নিহত খাদিজা ওরফে মিতু এক সময় মুসলমান ছিলেন। বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটায়। খাদিজা পরে তিনি ধর্মান্তরিত হয়ে হিন্দু ধর্মগ্রহণ করেন। তার প্রেমিক তন্ময় এর সাথে যশোরে ঘুরতে আসেন খাদিজা। এক পর্যায় তাকে ওই যুবক শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ ওই যুবককে আটক করেছে।তার নাম মৃন্ময়। সকাল ১০টায় হালসা গ্রাম থেকে ডিবির একটি টিম মৃণময়কে আটক করেছে।

এদিকে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি বলেছেন হত্যাকাণ্ড সম্পর্কে প্রাথমিক তথ্য এই মুহূর্তে দেওয়া যাবে না। পুলিশ একজনকে আটক করেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com