• সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪
সর্বশেষ :
নওগাঁয় যৌতুকের বলী গৃহবধূর মৃ ত্যুর বিচারের দাবিতে মানববন্ধন  বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন : বাদশা মহম্মদপুরে নিজেস্ব অর্থায়নে সড়ক সংস্কার করলেন জুয়েল মহম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার-১  কিছু রাজ‌নৈ‌তিক দল প্রতি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে‌ছে: তা‌রেক রহমান বড়দল কলেজিয়েটের অধ্যক্ষকে স্বপদে বহাল রেখে হাই কোর্টের স্টে অর্ডার শ্যামনগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধ কোটি টাকা আত্মসাৎ অভিযোগে মানববন্ধন এশিয়া সুইটস’র পরিচালকের বাড়ি থেকে ৬৬৩ রাউন্ড কার্তু্‌জসহ একনলা বন্দুক উদ্ধার বগুড়ায় বিস্তৃর্ণ মাঠজুড়ে আমনের সবুজের সমারোহ দেবহাটার নাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

রণবীর-ভিকি একই ছবিতে মুখোমুখি

প্রতিনিধি: / ১১৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বক্স অফিসে একই দিনে মুক্তি পায় রণবীর কাপুরের ‘অ্যারিম্যাল ২’ এবং ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’। ক্যাটরিনা কাইফের প্রাক্তন প্রেমিক ও স্বামীর মধ্যে বক্স অফিসের লড়াই দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। তবে ‘অ্যানিম্যাল’ ছবির দাপটে ভিকির এই ছবি খুব একটা ব্যবসা করতে পারেনি। বলিউডে এবার এলো নতুন খবর। আর আলাদা ছবিতে নয়, বরং এবার একই ছবিতে মুখোমুখি হতে চলেছেন রণবীর ও ভিকি। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে জানা যায়, সূত্র বলছে, ‘অ্যানিম্যাল ২’ ছবিতে নাকি খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে ভিকি কৌশলকে! ‘অ্যানিম্যাল’ ছবি বøকবাস্টার হওয়ার পর থেকেই এই ছবির সিক্যুয়েল নিয়ে আগ্রহ তুঙ্গে। ‘অ্যানিম্যাল’ ছবি থেকেও ‘অ্যানিম্যাল পার্ক’ যে আরও বেশি অ্যাকশনে ভরপুর হতে চলেছে, তার ইঙ্গিত ছিল প্রথম থেকেই। তবে এবার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা বড় চমক দিতে ভিকি কৌশলকে নিয়ে আসতে চলেছেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবির যে সিক্যুয়েল আসছে তা মোটামুটি সবার জানা। ছবির নাম ‘অ্যানিম্যাল পার্ক’ তাও সবার ইতোমধ্যেই জেনে গিয়েছে। এই ছবিতে রণবীর বনাম রণবীর লড়াই। একজন নায়ক, আরেকজন খলনায়ক। সূত্র বলছে, ছবিতে নায়ক রণবীরের বিপরীতে রাশমিকা যেমনটি আছেন, তেমনটিই থাকবেন। তবে এন্ট্রি নেবেন নতুন নায়িকা মালবিকা মোহন। যাকে নাকি দেখা যাবে খলনায়ক রণবীরের বিপরীতে। অর্থাৎ খলচরিত্রে অভিনয় করার কথাই তার। এবার ‘অ্যানিম্যাল ২’-এর গল্পে আসলো নতুন খলনায়ক ভিকি কৌশলের নাম। সূত্রের খবর, এপ্রিল মাস থেকেই শুটিং শুরু করবেন ভিকি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com