• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:১৫
সর্বশেষ :
সেনাবাহিনীর ‘মিডনাইট অপারেশন’: অস্ত্র-গুলিসহ আটক-১ মুসলিমা খাতুন: গৃহিণী থেকে স্বাবলম্বী মাছচাষি ধানমন্ডি ৩২ ঘিরে রেখেছেন সেনাসদস্যরা, যান চলাচল এখনো বন্ধ শেখ হাসিনার রায় নিয়ে বিবৃতি দিলো ভারত শ্যামনগর আবাদ চন্ডিপুর খোসালখালী মৎস্যজীবী সমিতির অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভিক্ষুকের টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু তফসিল ঘোষণার আগে দেশে না এলে ভোটার হতে পারবেন না তারেক রহমান আশাশুনিতে নাশকতা ঠেকাতে উপজেলাব্যাপী পুলিশের বিশেষ মহড়া আশাশুনিতে আধা-নিবিড় পদ্ধতিতে মাছ চাষের ভদ্রকান্ত সরকারের সফলতার গল্প ঢাকায় বড় পর্দায় সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার রায়

রানীসংকৈলে ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন হলো হট্ট-গোলের মধ্য দিয়ে

অনলাইন ডেস্ক / ৮০৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

রানীসংকৈল এ হৈচৈ আর হট্টগোলের মধ্য দিয়ে আংশিক ভাবে সমপন্ন হলো দেশ বরণ্য হানিফ সংকেত এর জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠান।

প্রথমে সামান্য কিছু অসুবিধার মধ্য দিয়ে করতালির দিয়ে বরন করে নেই হানিফ সংকেত এর ইত্যাদি অনুষ্ঠান।

পরবর্তীতে ঊ- শৃঙ্খলা বেড়ে যায়। চেয়ার ছুড়া ছুড়ির মধ্যে ২ টি পর্ব দর্শক উপভোগ করলেও পরবর্তীতে ঊ-শৃঙ্খলা ব্যাপক আকার ধারণ করলে হানিফ সংকেত ইত্যাদি অনুষ্ঠান টি বন্ধরাখার সিদ্ধান্ত নেই। এক পর্যায়ে কয়েকহাজার দর্শক ইত্যাদি অনুষ্ঠান ত্যাগ করে।

 

পরবর্তীতে উশৃংখল জনতা নিজ নিজ ঠিকানায় চলে যাওয়ার পর বহুল আলোচিত দেশবরেণ্য হানিফ সংকেত ইত্যাদি অনুষ্ঠান টি আবারও পরিচালনা করেন স্হানীয় প্রশাসনের হস্তক্ষেপে যাহা ১০/০১/২৫ ইং তারিখে রাত ১ টা পর্যন্ত কিছু দর্শক উপভোগ করলেও সমালোচনার ঝড় চলতেই থাকে গণ মানুষের মুখে। বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা, তথ্য ও বিনোদনমুলক ম্যাগাজিন অনুষ্ঠান, ‘ইত্যাদি ‘ এর পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি পর্ব দর্শক দের উপস্থিতি তে ধারণ করা হয় এবং কিছু দর্শক উপভোগ করেন।

স্হান:- রানীসংকৈল (রাজা টংকনাথের ) জমিদার বাড়ি, রানীসংকৈল, ঠাকুরগাঁও।

 

অনুষ্ঠান টি নারী পুরুষ এর ঠেলাঠেলি আর চেয়ার ছুড়া ছুড়ির মধ্যদিয়ে বহুল আলোচিত দেশবরেণ্য হানিফ সংকেত এর ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com