• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০
সর্বশেষ :
God Mode pour Windows 10 ➤ Accédez facilement à tous les réglages Bluetooth Driver for Windows 10 ➤ Téléchargez et Installez Facilement সরকারি জমি দখল করে আওয়ামী লীগ নেতা রফিক খানের মার্কেট নির্মান; দ্রুত উচ্ছেদের দাবী আশাশুনিতে হ ত্যা মামলার আসামী ডাবলুসহ তার বাহিনীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন  বগুড়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা খুলনায় গ্রান্ট উইন্ডোর গবেষণা কার্যক্রমের অগ্রগতি বিষয়ক মতবিনিময় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খু ন সন্দেহে একজনকে পিটিয়ে হ ত্যা নওগাঁ মান্দায় কৃষক হ ত্যা’র দায়ে ২৬জনের যাবজ্জীবন কা রা দ ন্ড দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতি মুক্ত হয়েছে : সাবেক সংসদ মোশারফ হোসেন বৃহত্তর বগুড়া সমিতির আহ্বায়ক মুকুল, সদস্য সচিব টিটু

রাফাহ দখলের নির্দেশ দিলেন নেতানিয়াহু

প্রতিনিধি: / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বুধবার হামাসের দাবিকে ‘অবান্তর’ হিসেবে উল্লেখ করে তিনি তার দেশের সেনাবাহিনীকে গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহর দখলের নির্দেশ দিয়েছেন। শহরটিতে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিয়েছে। খবর এএফপির। এদিকে, মধ্যপ্রাচ্য সফরত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বলেছেন, তিনি নেতানিয়াহুকে উত্তেজনা উসকে দেয় এমন এমন কাজ না করতে এবং এমন ধরনের বক্তব্য না দিতে হুঁশিয়ার করে দিয়েছেন। বিøঙ্কেন বলেন তিনি এখনও সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আশাবাদী। তবে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে জানান, তিনি সেনাবাহিনীকে রাফাহ দখল করতে নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের পূর্ণ বিজয় অর্জন করতে আরও কয়েক মাস লাগবে। নেতানিয়াহু বলেন, হামাসের যুদ্ধবিরতির ‘উদ্ভট’ দাবি ইসরায়েলি পণবন্দিদের ফিরে আসার নিশ্চয়তা দেয় না এবং এই ঘটনা আরেকটি গণহত্যাকে অনিবার্য করে তুলবে। ওদিকে, লেবাননের রাজধানী বৈরুতে হামাসের একজন শীর্ষ কর্মকর্তা নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, তার আগ্রাসন চালিয়ে যাওয়ার মনোভাব নিশ্চিত করে, ইসরায়েলের লক্ষ্য ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালিয়ে যাওয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেন হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর তার পঞ্চম দফা মধ্যপ্রাচ্য সফরে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে তিনি এ বিষয়ে আরও অনেক কিছু করতে হবে বলে সাবধানও করেছিলেন। এদিকে, গতকাল বৃহস্পতিবার কায়রোতে নতুর করে আবারও আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ মিসরের একজন কর্মকর্তা। গত সপ্তাহে হামাস ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। প্রস্তাবে বন্দি বিনিময়ের বিষয়টিও উল্লেখ করা হয়। এতে গাজায় আরও বেশি সাহায্য পণ্য পাঠানোর আবেদনও জানানো হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেনও গাজায় মানবেতর জীবনযাপনকারী লাখ লাখ মানুষের জন্য নতুন করে সাহায্যের আহŸান জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com