• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬
সর্বশেষ :
তালায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মানা ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য অনুপ্রবেশ বিরোধী জনসচেতনতামূলক সভা বিশ্ব কীটনাশক মুক্ত দিবস উপলক্ষ্যে শ্যামনগরে মানববন্ধন তালায় পাঁচ মাস পর ক ব র থেকে এক নারীর লা শ উত্তোলন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের জরুরী বর্ধিত সভায় গঠনতন্ত্র বিষয়ে আলোচনা  চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রধান শিক্ষকরের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে সাতক্ষীরায় ৭০ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাটকেলঘাটায় ধান চাউল সংগ্রহের উদ্বোধন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নকিপুর বাজার পরিদর্শন  তালার তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আ ট ক

রাভিনা কিং খানের সঙ্গে সিনেমার প্রস্তাব ফিরিয়েছিলেন

প্রতিনিধি: / ২০০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: তিনি বলিউড বাদশা। তাকে একনজর দেখার নেশায় বুদ হয়ে থাকে গোটা পৃথিবী। শুধু ভক্ত অনুরাগীই নন, বিশ্ব অঙ্গনের তারকারাও শাহরুখ খান নামক মানুষটার প্রতি ভালোবাসায় বুদ হয়ে থাকেন। তাঁর সঙ্গে কাজ করার নেশায় মত্ত বিনোদন অঙ্গনের প্রতিটি অভিনয়শিল্পী। কিং খানের সঙ্গে কাজের সুযোগ পেয়েও তা হাতছাড়া করেছিলেন, এমন উদাহরণ কমই আছে বলিউডে। তবে মজার ব্যাপার হচ্ছে, এমন একজন আছেন যিনি একবার দুইবার নয়, চার বার শাহরুখ খানের সঙ্গে কাজের সুযোগ হারিয়েছিলেন! বলছিলাম নব্বইয়ের দশকের আরেক হিট অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের কথা। শাহরুখ যখন জনপ্রিয়তার তুঙ্গে, রাভিনাও তখন সোনালি সময় পার করেছেন। তবে দুজনে একই সময়ের দুই জনপ্রিয় তারকা হলেও তেমন কোনো আইকনিক সিনেমায় জুটি হননি তারা। কাজ করেছেন একসঙ্গে, তবে সেভাবে মনে রাখার মতো কোনো চলচ্চিত্র নেই দুজনের। থাকবেই বা কি করে! চার চারটি সিনেমায় কাজ করার সুযোগ মিস করেছেন রাভিনা! স¤প্রতি ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘কর্মা কলিং।’ এই সিরিজে প্রধান ভ‚মিকায় অভিনয় করতে দেখা গেছে রাভিনাকে। নিজের সিরিজের প্রচারে গিয়ে বিভিন্ন কথোপকথনে শাহরুখের প্রসঙ্গ উঠে আসে। কিং খানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে আলোচনা করেন অভিনেত্রী। রাভিনা জানান, মতের অমিল অথবা অপছন্দ হওয়ার জন্য নয়। পেশাগত নানা রকম কারণে শাহরুখের সঙ্গে চারটি সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েও তা হাতছাড়া করতে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী। রাভিনা বলেন, প্রথম যে সিনেমাটিতে শাহরুখের সঙ্গে তাঁর অভিনয়ের কথা ছিল সেটির পরিচালক হঠাৎ মারা যান। সেই কারণে সিনেমার কাজও সেখানে থেমে যায়। পরবর্তীকালে আবার শাহরুখের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সে সুযোগও হারান রাভিনা। সেই সিনেমায় রাভিনাকে যে ধরনের পোশাক পরতে বলা হয়েছে তা পছন্দ হয়নি তাঁর। সেই কারণে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। পরে আরও দু’টি সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন রাভিনা। কিন্তু সে সুযোগও হাতছাড়া করেছিলেন অভিনেত্রী। যদিও সেই দুটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন, সেই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি রাভিনা। তবে শাহরুখের প্রশংসা করে অভিনেত্রী বলেন, “শাহরুখ খুব যতœবান এবং হৃদয়বান ব্যক্তি। তাঁর সঙ্গে ‘জামানা দিওয়ানা’তে অভিনয় করেছিলাম। কিন্তু সেটি অনেক দেরি করে মুক্তি পায়। এমনকি ‘ডর’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য আমায় প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমি নিজে থেকেই পিছিয়ে আসি।” নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘কর্মা কলিং’ প্রসঙ্গে রাভিনা জানান, ১০ বছর আগে এই সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় তাঁর ছেলের বয়স তিন-চার মাস ছিল। এত ছোট বয়সে ছেলেকে ছেড়ে কাজে যেতে রাজি হননি রাভিনা। ১০ বছর পর আবার ওই সিরিজেই মুখ্য চরিত্রে অভিনয় করলেন তিনি। ‘কর্মা কলিং’ সিরিজটি বেশ সাড়া ফেলেছে ইতোমধ্যেই। রাভিনার অভিনয়ও প্রশংসা পাচ্ছে দর্শকমহলে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com