বাগেরহাট প্রতিনিধি: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ মালামাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এসটি সোফিয়া।
শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাতে জাহাজটি মোংলা বন্দরের পাঁচ নম্বর জেটিতে নোঙ্গর করে। জাহাজটিতে এক হাজার ৬৮১ মেট্রিক টন মেশিনারি পণ্য রয়েছে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপ এজেন্টসের সিনিয়র এক্সিকিউটিভ কাজী তানভীর মাহাবুব এ তথ্য নিশ্চিত করে জানান, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য রাত থেকেই খালাস শুরু হয়েছে।
আগামী ২-৩ দিনের মধ্যে সম্পূর্ণ পণ্য খালাস করে সেগুলো সড়ক পথে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের স্থানে পৌঁছে দেওয়া হবে।