• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৩৯
সর্বশেষ :
তালায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রতি পূজা মন্ডপের অনুকুলে সরকারী সহায়তা প্রদান দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ২ সদস্যকে বহিষ্কারের বিষয়ে ব্যাখ্যা শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরা পৌর বিএনপির মতবিনিময় সভা  ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করলেন নওগাঁ জেলা প্রশাসন বগুড়ায় ইউনিয়ন আ’লীগ নেতা গ্রেপ্তার ডুমুরিয়ায় জলাবদ্ধতায় মাছ চাষিদের কোটি কোটি টাকার ক্ষতি চরাঞ্চলে পতিত জমিতে মিষ্টিকুমড়া চাষে ব্যস্ত সময় করছেন কৃষকরা শ্যামনগরে দশম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  ডুমুরিয়ায় সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন দেবহাটায় ইউএনওর বিভিন্ন মন্দির পরিদর্শন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা 

রোমান সানা অবসর প্রসঙ্গে মুখ খুললেন

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

স্পোর্টস: জাতীয় দল থেকে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন আর্চার রোমান সানা। মূলত অভিমান থেকেই মাত্র ২৮ বছর বয়সে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী এই আর্চার। এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার পেছনে আর্থিক সংকটকে দায়ী করছেন রোমান সানা। দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হঠাৎ করে জাতীয় দল থেকে অবসর নেওয়া প্রসঙ্গে রোমান সানা বলেন, ‘এখন আর আসলে খেলতে ইচ্ছা করে না, ভালো লাগে না। বাংলাদেশে আজ পর্যন্ত সর্বোচ্চ রেজাল্টধারী অ্যাথলেট হচ্ছি আমি। অথচ না পেলাম কোনো জায়গা থেকে ভালো একটা অফার, না পেলাম কোনো কিছু। সরকার থেকেও আজ পর্যন্ত কোনো কিছু করেনি। এই জিনিসগুলো দিনে দিনে অনেক বড় আকার ধারণ করেছে। এ জন্য অভিমান করে…আসলে আর ভালো লাগে না।’ তিনি আরও বলেন, ‘ক্রিকেট, ফুটবলের মতো আমাদের সুযোগ–সুবিধা তেমন নেই বলতে গেলে। কিন্তু সাফল্যের কথা যদি বলেন, প্রচুর সাফল্য বাংলাদেশকে এনে দিয়েছি। সে তুলনায় আমাদের ফ্যাসিলিটিজ অনেক কম। প্রতি মাসে আমাদের ১ হাজার ৫০০ টাকা করে দেওয়া হতো। সেটা বলেকয়ে গত বছর থেকে ৩ হাজার টাকা করা হয়েছে। আর আমরা যারা বিবাহিত আছি, যদি বাসা ভাড়া নিয়ে থাকি, তাদের জন্য ২ হাজার টাকা অতিরিক্ত। অথচ বাসা ভাড়াই ১০-১৫ হাজার টাকা লাগে।’ বাংলাদেশকে আরও কিছু দিতে পারতেন কিনা এমন প্রশ্নে রোমান সানা বলেন, ‘এখনো অনেক দিন আর্চারি করতে পারব। কিন্তু দেশকে তো শুধু দিয়েই গেলাম, দেশ তো কিছু দিল না। আমারও তো কিছু চাহিদা থাকতে পারে। উজ্জ্বল ভবিষ্যতের জন্য চাকরি হোক, ব্যবসা হোক, মানুষের একটা লক্ষ্য থাকে। সে জানে এটা পাব, ওটা পাব। আমার একটা ব্যক্তিগত স্পনসর এসেছিল, তখনই আমি সাসপেন্ড হলাম।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com