• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:২২
সর্বশেষ :
শ্যামনগরে পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৪পিচ দেশীয় অ স্ত্র উ*দ্ধার মসজিদের ইমাম’কে মা*রধোরের অভি যো গে কালাম দফাদার আ ট ক শ্যামনগরে মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে গুরুতর আ হ ত ৩ খুবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় দেবহাটার শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’ ডুমুরিয়া ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইলের আগ্রাসানের প্রতিবাদে বি ক্ষো ভ মিছিল দেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র, হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভ দেবহাটা উপজেলায় বোরো ধান কাটার ব্যস্ত সময় পার করছে কৃষকরা পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ নদীতে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত দেবহাটায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থী ব হি ষ্কার পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান

রোমার সহজ জয় দিবালার জোড়া গোলে

প্রতিনিধি: / ২১২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: পাওলো দিবালার জোড়া গোলে সিরি-এ লিগে কালিয়ারিকে ৪-০ ব্যবধানে পরাজিত করেছে রোমা। কোচ ড্যানিয়েল ডি রোসির অধীনে এটি লিগে রোমার টানা তৃতীয় জয়। গত মাসে কোচের পদ থেকে অভিজ্ঞ হোসে মরিনহোকে ছাঁটাই করে রোমা। এই জয়ে শীর্ষ চারের অবস্থানে পৌঁছাতে আটালান্টার থেকে আর মাত্র এক পয়েন্ট দুরে রয়েছে পঞ্চম স্থানে থাকা রোমা। এর আগে সিরি-বি লিগে এসপিএএল’র কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ডি রোসি। গত দুই লিগ ম্যাচে ধুকতে থাকা ভেরোনা ও তলানির দল সালেরনিতানাকে ২-১ গোলে পরাজিত করেছে রোমা। কিন্তু কালিয়ারির বিপক্ষে পুরো দলের পারফরমেন্স ছিল চোখে পড়ার মত। স্তাদিও অলিম্পিকোতে দুই মিনিটে লোরেঞ্জো পেলেগ্রিনির গোলে এগিয়ে যায় রোমা। প্রথমার্ধের মাঝামাঝিতে পেলেগ্রিনির এ্যাসিস্টে ব্যবধান দ্বিগুন করেন দিবালা। রোমার তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। বিরতির ঠিক আগে কালিয়ারি একটি পেনাল্টি উপহার পেলেও ভিএআর রিভিউ তা বাতিল করে দেয়। ৫১ মিনিটে হ্যান্ডবল থেকে প্রাপ্ত পেনাল্টিতে দ্বিতীয় গোল করেন দিবালা। এর মাধ্যমে মৌসুমে অষ্টম গোল পূরণ করেন আর্জেন্টাইন এই এ্যাটাকিং মিডফিল্ডার। টিনএজার ডিন হুইসেন ৫৯ মিনিটে ব্যবধান ৪-০’তে নিয়ে যান। ম্যাচের শেষ ভাগে লুকাকুর আরো একটি প্রচেষ্টা বাতিল করে দেয় ভিএআর।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com