• সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১
সর্বশেষ :
আশাশুনি প্রেসকস্নাবে সাংবাদিকদের সাথে সহকারী কমিশনারের মতবিনিময় ছাত্র আন্দোলনে নি হ ত  আসিফের পরিবারের পাশে সাবেক এমপি হাবিব দোয়ারাবাজারে চকবাজার উচ্চবিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট বগুড়ায় ইসলামী ব্যাংকের বৃক্ষ রোপণ কর্মসুচী বগুড়ায় এবার প্রথমবারের মতো নারী ডিসি হোসনা আফরোজা নওগাঁয় ক্লিনিকে ভূল চিকিৎসার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নির্যাতনের শিকার   প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ মাদক বিক্রি বন্ধের দাবিতে শিক্ষার্থী ইমাম মোয়াজ্জেমদের মানববন্ধন আত্রাইয়ে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার অটো চালকের লা শ নওগাঁর মান্দায় ৪ কেজি গাঁজাসহ আটক-২

রোহিত-জাদেজার সেঞ্চুরি

প্রতিনিধি: / ১১৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে গেল ভারত। ধাক্কা সামলে বড় জুটি গড়লেন রোহিত শার্মা ও রবীন্দ্র জাদেজা। দুজনই পেলেন সেঞ্চুরির স্বাদ। শেষ দিকে চমৎকার ফিফটিতে দিনটি স্বাগতিকদের করে নিলেন অভিষিক্ত সারফারাজ খান। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩২৬ রান। শেষ দিকে সারফারাজ রান আউট না হলে আরও ভালো অবস্থানে থাকত স্বাগতিকরা। রাজকোটের ব্যাটিং সহায়ক উইকেটে সকালের আর্দ্রতা কাজে লাগিয়ে শুরুতেই ভারতকে নাড়িয়ে দেন মার্ক উড। পরে টম হার্টলিও উইকেট শিকারে যোগ দিলে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। চতুর্থ উইকেটে জাদেজাকে নিয়ে প্রতিরোধ গড়েন রোহিত। দুজনের ২০৪ রানের জুটিতে ভালো অবস্থানে পৌঁছায় স্বাগতিকরা। ১৪ চার ও ৩ ছক্কায় রোহিত ১৩১ রানের ইনিংস খেলে ফেরেন। দিন শেষে ১১০ রানে অপরাজিত জাদেজা। অনেক প্রতীক্ষার পর টেস্ট অভিষেক হওয়া সারফারাজ শুরু থেকেই করেন সাবলীল ব্যাটিং। স্পিনের বিপক্ষে ক্রিজের দারুণ ব্যবহার করে দ্রæত রান তুলতে থাকেন তিনি। দিনের খেলা শেষ হওয়ার ৪ ওভার আগে রান আউটে কাটা পড়েন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। খানিক কুয়াশা থাকলেও রৌদ্রজ্জ্বল সকালে ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে ব্যাটিং নেন রোহিত। জিমি অ্যান্ডারসনের প্রথম বলে চার মেরে ভালো কিছুরই আভাস দেন ইয়াশাসবি জয়সওয়াল। অ্যান্ডারসনের পরের ওভারে আরেকটি বাউন্ডারি মারেন তরুণ ওপেনার। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। চতুর্থ ওভারে উডের গুড লেংথে পিচ করে হালকা মুভমেন্টে বেরিয়ে যাওয়া ডেলিভারির জবাব দিতে পারেননি জয়সওয়াল। ব্যাটের বাইরের কানা ছুঁয়ে যাওয়া বল প্রথম ¯িøপে ক্যাচ নেন জো রুট। উডের পরের ওভারে উইকেটের পেছনে ক্যাচ দেন শুবমান গিল। অফ স্ট্যাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি শেষ মুহূর্তে বেরিয়ে যাওয়ার আগে ছুঁয়ে যায় গিলের ব্যাটের বাইরের কানা। রানের খাতা খুলতে পারেননি তরুণ ব্যাটসম্যান। নবম ওভারে আক্রমণে এসেই চার নম্বরে নামা রাজাত পাতিদারকে ফেরান টম হার্টলি। অফ স্টাম্পের বাইরে লেংথ ডেলিভারি পিচে কামড় দিয়ে কিছুটা থমকে আসে ব্যাটে। টার্ন বুঝে খেললেও বাউন্সের কারণ শট নিয়ন্ত্রণে রাখতে পারেননি পাতিদার। কভারে সহজ ক্যাচ নেন বেন ডাকেট। অন্য প্রান্তে দাঁড়িয়ে প্রথম ঘণ্টা পেরোনোর আগে ৩ উইকেটের পতন দেখেন স্বাগতিক অধিনায়ক। তাকে সঙ্গ দিতে পাঁচ নম্বরে নামেন জাদেজা। প্রায় দেড় বছর পর টেস্টে এত ওপরে নামানো হয় তাকে। সব মিলিয়ে সপ্তমবার পাঁচে ব্যাট করতে যান তিনি। প্রথম সেশনের পানি পানের বিরতির পর বড় বাঁচা বাঁচেন রোহিত। ত্রয়োদশ ওভারে হার্টলির বলে ¯িøপে ক্যাচ নিতে ব্যর্থ রুট। ২৭ রানে জীবন পান ভারত অধিনায়ক। পরের ওভারে অ্যান্ডারসনের বলে এলবিডবিøউর জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নেন রোহিত। রিপ্লেতে দেখা যায়, প্যাডে আঘাত করার আগে ব্যাট ছুঁয়েছে বল। বদলে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। এরপর আর সুযোগ দেননি রোহিত ও জাদেজা। মধ্যাহ্ন বিরতির আগে চলতি সিরিজে নিজের প্রথম পঞ্চাশ পূর্ণ করেন রোহিত। দ্বিতীয় সেশনে আঁটসাঁট লাইন-লেংথে জাদেজার কঠিন পরীক্ষা নেন অ্যান্ডারসন। অল্পের জন্য স্ট্যাম্পের ওপর দিয়ে চলে যায় একটি ডেলিভারি। তবে ধৈর্যচ্যুতি ঘটতে দেননি জাদেজা। ওই ধাপ পেরিয়ে ৯৭ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। উইকেটে থিতু হয়ে যাওয়ার পর হাত খুলে খেলতেও দ্বিধা করেননি রোহিত। রুটকে লং অন দিয়ে মারা ছক্কায় মাহেন্দ্র সিং ধোনিকে (৭৮) টপকে যান তিনি। টেস্টে ভারতের হয়ে রোহিতের ছক্কা এখন ৮০টি। তার সামনে শুধু ভিরেন্দার শেবাগ, ৯০ ছক্কা। পরে রুটকে মিড উইকেট দিয়ে ছক্কায় উড়িয়ে জুটির দেড়শ পূর্ণ করেন জাদেজা। সেঞ্চুরি থেকে ৩ রান দূরে দাঁড়িয়ে চা বিরতিতে যান রোহিত। জাদেজা তখন অপরাজিত ৬৮ রানে। শেষ সেশনে তিন অঙ্ক ছুঁতে বেশি সময় নেননি রোহিত। বিরতির পর প্রথম ওভারেই রেহান আহমেদের বলে দুটি ডাবলস নিয়ে তিনি পৌঁছে যান কাক্সিক্ষত ঠিকানায়। একাদশ সেঞ্চুরি করতে তিনি খেলেন ১৫৭ বল। পরে রেহানের বলে বিশাল ছক্কা মারেন রোহিত। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে ছক্কার তালিকায় ধোনিকে (২১১) ছাড়িয়ে যান তিনি। তিন সংস্করণ মিলিয়ে রোহিতের ছক্কা এখন ২১২টি। তার সামনে শুধু ইংল্যান্ডের ওয়েইন মরগ্যান, ২৩৩ ছক্কা। জুটির দুইশ পেরিয়ে আর উইকেটে থাকা হয়নি রোহিতের। উডের বাউন্সারে পুল করার চেষ্টায় ঠিকঠাক খেলতে পারেননি তিনি। মিড উইকেটে স্টোকসের সহজ ক্যাচে ভাঙে জাদেজা ও রোহিতের ২০৪ রানের জুটি। ছয় নম্বরে নামেন অভিষিক্ত সারফারাজ। ষষ্ঠ বলে উডের ফুল টসে ৩ রান নিয়ে যাত্রা শুরু করেন তিনি। রেহানের বলে কাট শটে মারেন প্রথম বাউন্ডারি। এরপর একের পর বাউন্ডারিতে তরতর করে এগিয়ে নেন রানের চাকা। হার্টলির ফুল লেংথ ডেলিভারি সোজা বোলারের মাথার ওপর দিয়ে নিজের প্রথম ছক্কা মারেন সারফারাজ। পরের বলে ১ রান নিয়ে ¯্রফে ৪৮ বলে পূর্ণ করেন পঞ্চাশ। ভারতের হয়ে টেস্ট অভিষেকে এর চেয়ে দ্রæত ফিফটি আছে আর একটি, যুবরাজ সিংয়ের ৪২ বলে। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে খোলসবন্দী হয়ে পড়েন জাদেজা। তার রানিং বিটুইন দা উইকেটেও দেখা দেয় দ্বিধা। ৯৯ রানে দাঁড়িয়ে মিড অনে খেলে রানের জন্য ডাক দেন তিনি। পরক্ষণেই ফিরিয়ে দেন। ক্রিজে ফেরার আগেই উডের সরাসরি থ্রোয়ে বিদায়ঘণ্টা বাজে সারফারাজের। সমাপ্তি ঘটে ৯ চার ও ১ ছক্কায় ৬৬ বলে ৬২ রানের ইনিংসের। পরের বলেই অন সাইডে খেলে তিন অঙ্কের জাদুকরী ছোঁয়া পান জাদেজা। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির জন্য তিনি খেলেন ১৯৮ বল। দিনের খেলা শেষ হওয়ার দশ মিনিট বাকি থাকতে ৮৪তম ওভারের শুরুতে দ্বিতীয় নতুন বল নেয় ইংল্যান্ড। তবে ভারতের কোনো বিপদ ঘটতে দেননি জাদেজা ও নাইটওয়াচম্যান হিসেবে নামা কুলদিপ ইয়াদাভ। দিনের শেষ ওভারে অ্যান্ডারসনের বলে বাউন্ডারি মেরে টেস্ট ক্যারিয়ারে ৩ হাজার রান পূর্ণ করেন জাদেজা। এই সংস্করণে ৩ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ভারতীয় ক্রিকেটার তিনি। আগের দুজন কপিল দেব ও রবিচন্দ্রন অশ্বিন।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৮৬ ওভারে ৩২৬/৫ (জয়সওয়াল ১০, রোহিত ১৩১, গিল ০, পাতিদার ৫, জাদেজা ১১০*, সারফারাজ ৬২, কুলদিপ ১*; অ্যান্ডারসন ১৯-৫-৫১-০, উড ১৭-২-৬৯-৩, হার্টলি ২৩-৩-৮১-১, রুট ১৩-১-৬৮-০, রেহান ১৪-০-৫৩-০)


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com